www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দূরে

পথে চলা পথ দিয়ে এর দেখা
কোথায় হবে সময়ের কথা ,
চলার সাথে এর যত মিল
হতেও পারে শত কথার মিল ,
চোখের অবিরাম অবসরে ডিল ।
বসে আছে যে অপেক্ষায়
অনুরাগ যত পথে সময় পার
না বলা এই চাওয়া পাওয়া ,
পথ চলা পথ দিয়ে এর দেখা ।
দূর কত দূর না জানার অজানা মন
মূল্যবান কিছু পাব বলে কিবা ক্ষণ ,
অচেতন অগোচর সবি না দেখা মন
রাখিবেনা কেউ তাহা স্মরনে ,
এপার ওপার যেখানে যাওয়া চায় ।
সবি যদি এর মান হতে পারি
কেমনে ভুলিতে আমি তোমাকে পারি ,
দেখার মাঝে সবি অন্ধ মনে
যাবার বেলাও আঁধারে ঘরের কোনে ,
হে আমার সর্বশ্রেষ্ঠ মন তোমাকে জানায়
ধরিতে হইবে এ পথের দুকোল ।
যেতে হবে অনেক গভীরে
যেখানে না পাওয়ার মন খোঁজে ।
সে বাড়িতে থাকিবেনা কোন খাবার
মনে কেন চাইনা সেখানে যাবার ।
কোথায় আছ কোথায় থাক ,
দেখা হবে পথের সীমানায়
কোন এক পারে ।
যেখানে নিঃশেষ হয়ে যাবে জীবনের সকল স্মৃতি । ।








রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast