www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছু বদল

( মুক্তিযোদ্ধাদের নিয়ে )

সকল মনের মাঝে প্রেম থাকে না
তাইত আমি চোখের দেখায় ঘুম বুঝি না ,
ভাল মন্দ ভাবনার দাম পাওয়া যায় না -
প্রকিতির মাঝে খুঁজি খোলা মনে , আপন সুখ খুঁজে পায় না ।
কত লোক লোকের সভা হিসাব মিলে না
প্রেম ভালবাসার মূল্য বুঝি আর থাকিল না ,
মুখে বলা কথায় মুক্তিযোদ্ধাদের ভুলিবনা -
কতটুকু করেছি , করিবার মতন জানিনা ।
ঠাই মেলে না , ৭১ এর সেই কাফির মির্জাফর
শহীদ-বরকত, সালাম-মুজিব, জিয়া-জব্বর-
বাঙালির মায়ের দুঃখের সৈনিক বন্ধুক হাতে নেই ডর ,
দেবদাস কাপুরুষ লাল -বাহিনির হুয়ে পর
ধর্মের নামে দোহায় মুক্তিবাহিনির নাম জাফরপুর ,
আমরা স্বাধীন , সর্বযুদ্ধে নিজের দেওয়া নামের বলিদান
রাখিব আমরা এই গ্রাম বাংলার মান ।
শিক্ষার প্রতিঘরে প্রদিপ আলোয় ধরেছে টানাটানি
রহিবেনা আর মূর্খদের অবুঝ খানাখানি ,
সংগ্রাম প্রতিরোধ হা হা কার; অন্যায় মানুষের মনে ধরে
তাহারা কিছু লোকের বসবাস , অল্প তাহাদের বিশ্বাস
সর্বশেষে তাহাদেরই সকল সর্বনাশ ,
পাপী সকল উপায়ে নির্দোষ অপ্রমানিত
দেখি চেয়ে থাকি যত রঙের মেলা ।
কে দিয়েছে তাকে মন্ত্রিসভা- কার হয়েছে প্রেম
স্বাধীন - জামার প্রতিটি বোতাম খোলা ,
লাল রং ঝরানো সেই বোমা -
বিচার রখিল , অপরাধের শেষ অপেক্ষায় সেই দিন ।
কত কথার অর্থ খুঁজে পাওয়া যায় না -
কিছু প্রশ্নের উওর ও মিলে না ।

( কি হবে এই ভাবনার সিমারেখায় )

তবু যে লোকেরা থেমে থাকে না
আমি বুঝি না তাই দুঃখে কান্না পায় ,
সুখ যায় ;সুখ যায় ;
এই সময়টি বুঝি ঘুমিয়ে ঘরের কোনে স্বপ্ন দেখেছিল ।
দুঃখের মনোবল বুঝিতে কি পার
দূরে শরিয়ে জীবন উধার ,
জ্বলে উঠে রক্তশাখা জীবনের ভুবনের আপন
ধরে ভেঙে মোড়ানো শ্রমিকের কষ্টের রতন ।
হে মোর জ্বালা -
কত দূর থেকে আশা এই পথে
কে বা কারা পারে তাকে ভুলিতে ,
ধরে রাখা মনে গোপনে আপনে
কাছ থেকে আর কাছে নিজের প্রতিজনে ।
মনে হয় , শেষ হয়ে যাওয়া থেকে নতুন সূর্যের উদয় -
এইত নতুন , সূর্যের সকাল থেকেই বুঝি তার জন্ম ,
নিঃশেষের অভিপ্রান মন ছুটে যায়
খোঁজে তার আশায়, ফের নাহি পায় ,
পোরুনু নাম ফিরিবার পথ নাই
চঞ্চল জনসভায় বুঝিতে পারিবেনা আমায় ,
আমি উদাস মনে একা জনসভায় ।
কোন কথা -কোন বেথা-শ্রমিকের অবুঝ বুঝে
এতটুকুর মাঝে তাকে যে খুঁজে ,
চলে যাওয়া সময় ধরে -আঁধারে হয়ে যাওয়া নিরাশ
ঝরে পরা ফুলের বাগানের হয়েছে সর্বনাশ ,
সেইখানে দেখ খুঁজে সৃতির কোন আবাসনে
রাখিল বসে তোমার হৃদয়ের কোন প্রান্তে ।
লালপনা-আলপনা -মনভোলানোয় ঝরে পরায় কল্পনায়
সে কোন স্বপ্ন নয় বাস্তব জীবনের ভাবনা ,
সে উদাস মনের বিকাশ
সে আমার ভালবাসার হৃদয়ের হারানো নিশান ।
তাকে আমি উচ্চ কণ্ঠে সূরে দিলাম তুলে
চলার মাঝখানে সবি আমি ভুলে ,
কিছুই যেন রখিলনা সকল জিবনের ছাই
আমি আশায় , বিদায়ে , ভোলে থাকিতে ও পাই
ভোলের মাঝখান থেকেই এর গর্বে নিজেই দায় । ।






রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast