www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূন্য পথের পারি

আমাকে আর কত পথ দিতে হবে পারি
হে সেমবালিকা প্রেমিক ?
বলিবে কি কোন পথের মাঝখানে তুমি
দেখা মিলিবে যাত্রা পথিক ।
যে পথেই চলি , নিরুদ্দেশ হয়ে দুরবিহিন
হাশির মাঝে ধরেছ ভালবাসার মলিন -
আপন মনে কিছুই বুজিতে পারি না ,
সে কি আছে তোমার মনে ।
গোপনে চল দেখিয়া স্বপ্ন তোমার ধার ছাড়ি
পথ হল নীরব আলো জীবন চলার পারি ,
শত আলো তার মাঝে চাঁদ মামার দেখা মেলে
এখনও আঁধারে রয়েছে খেয়ালিপনায় ছেলে ।
কি জানি আছে সেথায় চলার পথে
বিহিনতাই আনমনে পলাতক এই মনে ,
দেখিতে পার যদি কোন ক্রমে মুরে
হে অপরিচিতা রমনি , পাগল করা নারী ,
না বুজেও চলে রাত দিনের সময়ের গল্পকথায় ।
দেখিয়াছে তরুন সমাজের এই যত দুর্বল
জলিয়া জলপানে কঠিন হতে তরল ,
নিরুপনে পাল তোলা নৌকার নিচের জল
যাহা চলে তোমাকে নিয়ে যন্ত্রণার এ মন ।
কি যে ধরে রেখেছ পাষাণ হয়ে হৃদয়
ঊর্মিমুখর সাগর পারের ঢেউ ,
কান্নায় ভরা যৌবন বুঝিলনা কেহ
হেথায় হয়েছে যারা নিরুদ্দেশ পারাপার ,
তবে কিবা আকাশ পাতাল বেবধানের ছাড় -
আমি যেন মরি মৃত্যুর পথের যাত্রা ,
কথা না বলার খাশির সূর হয়েছে
জুরকথায় মাত্রা । ।





রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast