www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি তরুন

তুমি তরুন , তুমি শ্রেষ্ঠ জীবন রাজা
তুমি ভুবন , তুমার সবি আপন -
অর্ধ যাওয়া আশার তুমি স্বপন ।
ভিক্ষা মেলা ধরে অর্থের কারন
আজ শেষ বেলায় বাচিবে জীবন ,
কত সংগ্রাম নিজ হতে তুলে জানায়
প্রভুকে তর মনে ধরা কিছু দেখায় ,
এখন কাছে ধরা সময়ের অভাব ।

কাঁচা ফসল ধুলছে আপন হাওয়ায়
ম্রিদ হাসি সর্বপারে ভুলে যে চলিয়ায় ,
ওদের বাড়ি ওদের জীবন
আরত কিছুই থাকিলনা বাকি-
যাহাদের ঘর সাজানোর বাঁকা জানালায়
এই যে তরুন নবজাগরণের স্বপ্ন দেখায় ,
দেখেনা চোখ বুঝিবার গোপনে রেখা
অন্ধকারে বন্ধ করা খাঁচায় ।
এস হে প্রান , শ্রেষ্ঠ জীবন দান
যার কাছে করিব বেয় সময়ের মূল্যবান ।
কোথা থেকে কত দূর এর বাড়ি
বুঝে না কোন অল্প ধরনে ,
কত আয়োজন তার জন্যে
বুঝতে এরা চায় না মূর্খের দল-
ক-খ বলতেই যত তাদের বল ,
শূন্য বিহীন সবি অচল পরে আছে
উচ্চ বিলাসিতায় বাঁশঝাড়ের মাঝে ।
তোমায় পেতে কাহার হতে তোমার যত মানা
এই যে আঁধার ছেড়ে আলোয় সব জানা ,
ভাবনায় সময়ের টানাটানি
সংঘাতে তোর উঠবে রাগ ভাঙ্গানো সূর বানী ,
সেটা যেন ঘুম থেকে হয় জেগে
সত্য মিথ্যা বুঝিবার পরে হিসাব । ।







রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast