www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাধর বনে

আমায় ধরিয়া যে জীবনের পচন ঘটে
পরক্ষণেও যদি সর্বশান্ত তীব্র মনোবলে ,
মুছিয়া-ছারিয়া জগৎ মহামানবতায় পাশে থাক
তাহলে আমি বাধিব শেষ বেলার মায়াজাল ,
যার প্রতিটি মৃদুসুরে নিঃশ্বাসের সাথে মিশে
একে অপরের মেঘমালার ঝরনার মতো প্রায় কাছাকাছি ,
যার ওকূল প্রান্তধরে দুরালয়েও প্রদীপ দেখা যাবে
বুঝা যাবে তার যত ভালবাসার খেলায় বুঝানো রং ।
সুন্দর তম মহসিন অসীম মোহনায় তারি ছিরে
চলার পথে পারবিহীন কোন এক রাস্তা ,
যার সবটাই আমার জানা -
আমি না হয় বুঝে নীরব হয়ে ভাবনায়
বসে থাকা অপেক্ষায় বুঝি সবি অমলিন হয় ,
যার সকল রং মিশে এক নামের পরিচয়
এই মধুমালা জল প্রিয়সির অচিরে হবে বিদায় ,
ছারিয়া সে আমায় যায়
পদ্মার পারে খুঁজে সন্ধ্যায় একেলায় ,
পূর্বের বাতাসে জলভরা কুয়াশায় বুঝি বৃষ্টি ঝরে
আমি ধ্যানরত তবমালা সূরে ভেসে কাঁদব ,
অবুঝ অমলিন অন্য এক তৃণমূলে ।
বয়ে গেল অচিরেয় অন্য এক সূরে
বাতাসে হারিয়ে যাওয়ার আঁধারে -
ছরিয়ে ফুটিয়ে গেল অজান্তে সব অমলিন । ।






রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast