www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের তরে

এক,দুই, কতদিন এর এই পথের পারি
কে আমায় রেখেছে মনে ,
আপন সূরে মন ভরিয়া ডাকিতেছ ডাক নামে
কত যে অমিয় মধুর কণ্ঠে ,
আজ এই আমি কতদিন পরে ।
এই প্রকিতি ভরা কোনে মিশে থাকা স্মৃতি
মনে পরা ভাগীদার হয়ে অতিতিই ,
সবি যেন মালা হয়ে গলায় বাঁধে
কতদিনের চেনা রক্ত বাধনে অপহরনে কাঁধে ,
সংগ্রাম মুহূর্তগুলো প্রতিবাদে ভরে
পত্র লিখিতে পারিনি সময় ধরে ।
আজকের এই কত মাস পরে
তবু তাদের পূর্বের বাতাসের সূরে মিশে ,
পরিয়েছিলে অপেক্ষার চিঠি খানি
কল্পনার মাঝে খোঁজে পেয়েছিলে জানি ,
মন ভোলানো যুদ্ধে খানাখানি , ভাবিয়া আমি জানি ।
যুগহারানো সম্পর্ক বিহীন সুত্রের বানী
আসিবার যেন হিসাব মিলিয়া চলে '
অপেক্ষায় আসিবে তুমি বলে
যাক আর যতদিন তোমার সময়ের দলে ।
নবিন উদারতায় উন্মুক্ত দোয়ার খোলা সবি
ইতিহাসের পাতায় লিখেছিল কোন এক কবি ,
সহসা আসিয়া তাঁরা তুলেনিল রক্তাক্ত ছবি
নতুন প্রজন্মের ভরা পাল থেকে ;
আজ মেলে দেখা এত দিন কাল পরে ।
কত যে মন কেধে কান্নায় উওলা হয়ে , প্রানের তরে
দেখিবার কালের সারা জাগে ।
কত গল্প যেন আগুনে পুরে হয়ে গেল ছায়
এত কাল পর তোমার ঘরে সবার তরে ,
আজ এই বসন্তে নতুন প্রজন্মের প্রান্তে
সূর তোলা সবি যেন পাঠিয়ে দিলাম তোমার তরের তরী ,
কোন এক পথ ধরে খোঁজে নিও তারে
আজ এই কত বছর পরে । ।






রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast