www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবার দেখা মেলে

আবার সেই রাজপথের ধারে ফুটপাতেই দেখা
ভাবিনি এমন দিনের সৌভাগ্য হবে আমার ,
কতদিন পরে , এখনো সে খোপায় ফুল বাঁধে
সবুজ রঙের শারিতে ।
মোর পছন্দের চশমাটা যেন প্রতিনিয়তয় ব্যবহিত হয় ।
আজ তাকে দেখে আবার হল জানা
নেই মানা কাছে তার অজানার যত পানা ,
ঘোমটায় মুখ ডেকে অভিশিকা বিদেশিনীর মতন পরিচয় -
মনে হল মাঝখানে নদী পথের দূরত্ব ।
ঘুরে ফিরে শেষ সীমানার পারেই তার দেখা -
কোন এক নীরব ছায়ার জ্বলে ,
আমি যেন পুতুলের মতন তাকিয়েই থাকলাম ।
পরিচিত আপন দেখা মিলিল অচেনার রূপে ।
লঞ্চের শব্দক্ষণেই পারাপারের ডাক এল
এত দূর পথের পারি পথিকের হা হা কার ,
চোখের ইশারায় তাকিয়ে বিদায়ের সম্মুখনে বলিলে নমস্কার ।
শুরু হল দূরত্বের পথ যাত্রা
ভাল থেকো , নিজের খেয়াল রেখ ,
আমাকে নিয়ে তোমার যত কথার সংক্ষিপ্ততা
যাইবার সময়টুকু ক্ষণিকের রহিল বাকি ,
সে জানালার পাশে সবার পিছনে বসে ।
হাতের ইশারাতে কত কথার জবাব হল আদান -প্রদান
এক অস্থিরতার মাঝে যেন মন ছুটা ছুটি ,
আর বুঝি তাহার সাথে দেখা মিলিবেনা কখনো
গোপন যা কিছু সবি গোপন রহিল ।
হঠাৎ দেখলাম চোখের ইশারাতে কাছে ডাকলে
বুঝ অবুঝের মতন ছুটে গেলাম পাশে ।
মনে হয় সাহস এতটুকুই আমার হয়েছে -
কিছু মনে না বলতেই মাথা নারিল ,
কিছু একটা দিতাম কিনে তোমার যে কি পছন্দ
প্রয়োজনের অভাবে , না এর মাঝেই শেষ ;
' না ' এর মাঝেই যেন চির বিদায় তোমার সাথে হবে আমার -
কে জান এ্‌






রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast