www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাত্রী

আঁকা বাঁকা সরু রাস্তা
যাত্রীরা সব পথের ঠিকানা ,
অসতর্কভাবে চলাচল গাড়ি যার কোন চেক নাই ।
আমার কথার মাঝে কিন্থু আছে ,জান কি-
তুমি বুজি কিছুই জান না ,
যাতায়াতের যত গল্পের কাহিনী তুমি
খোঁজে পাও কি , নিজে নিজে ।
তোমার দেখায় আর আশায় মন জাগে না
প্রানে আমার ক্রন্ধন হবে না জানি আমি ,
তুমি বুজি তার কিছুই জান না ।
সুন্দরী নারী বলে দেখাও যত মান
মনের দুঃখটাই দিঘপ্রশসতের সমান ।
যদি সে রাজি থাকে তাহারে আনিতে হবে যাবার জন্যে
রাস্তা ঠিক করলে আগামি বৈশাখ মাসেই
নদীর পথে নৌবহনে যাত্রা মিলবে ।
প্রেমের বাধন বন্ধী হল , এটাও বুঝা হয়েছে নাকি
সৃষ্টির সুখের সূর্যের আলোতে আশার বানী ,
আমি সেই আশাতেই মন বেধেছি
আমি সেই মনে স্বপ্ন একেছি ,
রংধুনুতে রং মেখেছি ।
তাহার চোখের দেখায় মনের আশায়
গানের সূরে সূরে ভালবাসায় ।
দেখেছি আমি যাত্রার পথে পথে পরিবহনে ।
এ যেন আমার ভাগ্যের দেখায় কপাল ভাল
ও গারিয়াল ভাই রাস্তা দিয়ে একটু ধীরে চল ,
আমি তারে মন ভরে দেখব বলে ।
আগে কেন তোমার দেখা মেলেনি
কেন এমন প্রশ্ন ,
আগে বুজি তুমি নিজেও জানতেনা ।
প্রানের আসরে তুমি বুঝি আসনি
ডাক উঠেছে মনে মনে তুমার আশার বানী শুনিনি ,
আজ বেস্ত সময় ঘাসের মাঝে আমার কথা ভেবনা
সবি পরে ভুলে যাবে ,
তাই পথের যাত্রা শুভ , শুভ হওয়া হবে কি ? । ।









রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast