www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার পূর্ববাংলা

ঝর শুন শুন শব্দে আমি দৌরে গিয়েছিলাম যে চক্রে
বন্দুকের গুলিতে তাজা লাল রক্তে ঝরায় ,
ফুটে উঠেছিল যে ফুল
তার নাম আমার সোনার বাংলা ।
যেখানে অকূল মনের বাজার বসিত সর্বলোকে
পূর্বের কোন এক ক্ষণে ,
জীবনের প্রতিটি নিঃশ্বাসে , প্রতিটি অঙ্গের সুরতালে
বাংলা মায়ের সূর বাজে ।
যত ইতিহাস , নদী সাগরের ছাপ বিনতে লেখা হয়েছে যে
নাম তার বাংলা -- ।
শত সংগ্রামে পারি দিয়ে
মা হারা সন্তানের চিৎকার ফুটিয়ে
স্বাধীন করা হয়েছে যে রাষ্ট্র
এর নাম বাংলা --।
আমার ধান ক্ষেতের ঘাসের মাঝে ছায়া ধরে
যে সূর অপেক্ষায় বিদ্যমান রয়েছে ,
যার মাঝে দেখা যায় আমার বাংলা -
শরীর থেকে তাজা রক্ত মুছে ফেলে
আমায় এখনি নিয়ে যাবে ধরে ,
সেই পাষাণ হৃদয়ের রাজাকার সন্ত্রাসীরা
আমার কার্জ ছুয়ে দেখানোর কান্নায় ,
আমার প্রতিবেশী , পরিবার দয়া হল বুঝি
সেই অসহায় ভিতু আমি নয় ,
আমি শত অশ্রুধারায় জীবনের প্রদীপ ।
ভরা দুঃখের শ্রাবনে কাল মেঘে ডাকা
এই বুঝি কঠিন বরফ গলিতে শুরু হল -
ক্ষণিকের মধ্যেই হাসির পরিবর্তন ঘটিবে
জেগে উঠবে শ্লোগানে , শতকোটি জীবন দানে ,
দুঃখকে জরিয়ে ধরা আপন মনে
লাভ লোকসান হিসাব না ধরে ।
আপন ইচ্ছায় যে গিয়েছে যুদ্ধে স্বাধীন হয়েছে যে দেশ
তার নাম দেওয়া হল ' স্বাধীন সংগ্রামী বাংলা ' । ।





রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast