www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ে প্রেমের আশা

হৃদয়ে প্রেমের আশা , প্রেমে চায় ভালবাসা
নীরবে খুঁজি আমি আমাকে , চলার পথে কাছে তুমি ,
আকাশের আলোতে সূর্যের খাশি , তোমাকে আমি ভালবাসি ।
নিশিতে চাঁদের আলো , জোছনায় লাগে কত ভালো
প্রেমের জন্যে মন চল , আমাকে কিছু কথা বল ।
তোমাকে দেখি নদীর পারে , দেখা হল রাস্তার পাশে
কথায় সূরে বাতাসে ঢেউয়ে , ঢেউয়ে ঢেউয়ে নৌকা ভাসে ।
তাঁরার মেলায় রাতের গভীর , আঁকা হল শেষ শ্রেষ্ঠ ছবির
কবিতায় লেখা তোমার নাম , নাম দেওয়াতে কবির স্বনাম ,
স্রষ্টার সৃষ্টির আশায় বাচি , সুযোগ পেলে আমিও নাচি ,
হৃদয়ে প্রেমের আশায় যেন আশাতে আমি বাচি ।
এই বিশ্বের মাঝে সবাই একা , প্রেমের মাঝে খোজ
সার্থ ছাড়া দিয়েছ সবি দেওয়ার পরে বুঝ ।
সংগ্রাম পৃথিবী স্বাধীন বাংলার জন্ম
মায়ের মুখের খাশিতে সার্থক আমার আশা ।
শিশুরা কান্নায় বলেনা কথা , হাপানি রোগীর নিঃশ্বাসে বেথা
মন ভাঙা বন্ধুর মনে বেথা , যত বেথা সকল দুঃখের কাছে ।
কাছে পাওয়ার মত ভবনা , সবি ক্ষতি তবু হউকনা
প্রেমের আশার মাঝে সবি যেন ধুয়ে মুছে যাবে ।
দিনের আলোর মাঝে আমি , এখানে রাতের আঁধারে আমি
সুখ দুঃখের মাঝামাঝি আমি , আমি অক্ষরে ডাকা মানুষে ।
যাকে নিয়ে এই বিশ্ব সাজে , যার কথাতে গান বাজে
সেই আমি প্রেমের আশায় সবার হৃদয়ের মাঝে ,
আমার দুঃখ নেই , আমার ক্লান্তি নেই , আমার অশান্তি
দূরে চলে গেছে যার মাঝে বসবাস এই জীবন ।
জন্ম থেকেই আমার যত পথ , সকল পথের সাথে মিশে
পায়ের ছাপে যেন স্মৃতি হয়ে রয় যাকে নিয়ে ঘাসের -
ছোঁয়ায় স্বপ্ন ভরা ভালবাসা সবুজ রং ।
কেমন সবুজ পাতা , লেবুর গাছে সবুজ , চলার মাঝে সবুজ
সবুজে সাজানো এই বিশ্বভুবন ।
সকল সবুজে রয়ে গেছে আজ প্রেমের মধুর ভালবাসা । ।







রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast