www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূর্ববাংলা

চোখের ইশারার মাঝে কি ছুরে পরিল
মন ভোলানো সকল কথার মাঝে ,
ভুলে জরিয়া সে খুঁজে বসে থাকে
নীরব মনে ছলনায় ভাবিয়া থাকে ।
হৃদরোগে মরিয়া ধরিয়া যে বেঁচে যায়
তাহার ভাগ্য বিজলির আলোতে চমকায় ,
সন্ধ্যার আঁধারে রাতে জোনাকির দেখায়
সাথে স্বার্থপর মনে দিয়েছে স্বার্থের দুখায় ।
অন্য রকম আমার লেখার মাঝে
আমার কথায় কান্না পাওয়া ,
সুখের বিদায় দুঃখের বাড়ি আমার চাওয়া
তাহার তুলনার মাঝে সে নিজেই ।
আকাশে বাতাসে রাতের তারাগুলি ,
আমাকে নীরবে খবর দিয়া যায় ।
ভাতৃতে ভরা বেস্ত ওপার এপার ছুটাছুটি-
নাম করা তার মনে ধরা বন্ধুর সাথে জুটি ।
অন্ন পন্ন মনে রাখিয়া ধরিয়া জীবন
বসব মানব তাকে কহিরে কেমনে আপন ।
অবসরে খাবার বেলা ও যেন তাহার গল্প কথা
তাহার সকল পাশে অম্লখারে রঙিন ,
যার মাঝে গরেছে পূর্ব বাংলা মলিন ।
তাহার মাঝে শাখা উপশিরায় জরিয়ে এই পথে
গাড়ি চালক ধীরে ধীরে অবশেষে থেমে দিল পথ চলা ,
এভাবেই কাটছিল সকল দিনের কথা রাতের ভরে যাওয়া
যাচ্ছিল নদী ভরা জলের পথের পারি অগুচরে কিছু পাওয়া ।
সে সময় ঘনবৃষ্টিতে ফেলেছে দাগ কাল মুখের
কতদুরে ভয়ে যাওয়া নদী চলা পথের বাড়ি ।
সকল পরিবারে মনের ঠাঁসাঠাসি
স্বপ্ন ভোরের মাঝে যত কথার ধাউন ।
পূর্ব বাংলার সর্বহারা ফিরে দেখা হল
চল চল বাংলার মুখ পুর্ব বাংলার নিয়মে চল ,
মন উজার করিয়া তাহার কল্পনায় ধর ।।






রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast