www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিষ্টির বাজার

সপ্তাহে দু'দিন বিকেলে হাটের বাজারে যায়
যাবার বেলা পথের ধারে দেখিতে পায় ,
মিষ্টির দোকানে মাছি বন বন করে
বাজার ভরা কত লোকের ভীরে ,
অম্লওয়ালা সাধুবাবা মনভোলানো রুপধারনে রত
যাহা দেখি ভাল ছোট বেলার মত ।
জিলাপি, পুলি , মিঠাই খেজুরে গন্ধে তাকিয়ে চোখে
কচি নালা প্রতিদিনের একি দেখে ,
সময় চলে বেস্ত সবার কাজে
তাই দেখিতে বাবার সাথে যাই বাজারে মাঝে মাঝে ,
জতখুশি কিনে নিয়ে যায় সবাই বাড়ি গিয়ে -
সন্ধ্যা হল বিকেল শেষে ফাঁকি সবি ছাড়ি ,
সিলেট নিয়ে প্রদীপ জেলে মাদুর বিছিয়ে পরি ।
যখন ছাড়ি বাড়ি, সকাল নয়টা বাজে
পরের দিনে কে বা জানে কিসের রঙে সাজে ,
রূপসজ্জার ওপার ধরে ছাই
ইচ্ছে করে পূর্বদিনের ক্ষণে আবার ফিরে যাই ।
আমি করলেই যত দুষের ঠাই
খোঁজে দেখি আমার মতন দুঃখী কোথাও নাই ।
কত লোকের ঠাসা ঠাসি চর থাপড়ে বড়
গরীব বলে দুষী আমি চাইনা আদর কার ।
সন্ধ্যার পরে শুধু ঘুম বারিতেই যাই
কত লোকের সকল রাত্রে জেগে ভাই
চেয়ে থাকি বড় বাড়ির জমকালো বাতির ছায়ায় -
এইত আমি আমাকে পেলাম ভাই । ।







রফিকুল ইসলাম ( রয়েল )
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast