অনুপ মজুমদার
অনুপ মজুমদার-এর ব্লগ
-
দুঃখ আমার আলো থাকুক হৃদয় জুড়ে
নাইবা এলো সুখ বেড়াক না সুখ উড়ে
যে আমারে কাঁদায় সেই তো ভালোবাসে
অন্ধকারের ব্যথায় টানে আমায় পাশে। [বিস্তারিত] -
ফুল ঝরে গেলে কেউ আর আদর করে না তাকে
নীরবে একাকী তারার স্বপ্ন চোখে আঁকে
মাথা রাখে ধরণীর কোলে
বিদায় পথের যাত্রী - তবু সে হাসিতে দোলে [বিস্তারিত] -
স্মৃতিভরা সেই ঘ্রাণ তোমার শরীর
আদরে দিয়েছিলে মুছায়ে স্বেদ আবীর
দিয়েছিলে মাটিতে পেতে
বলেছিলে এইখানে বস আসিয়া কাছেতে। [বিস্তারিত] -
মেঘ তুমি কোথা যাও সাদা-কালো রথে
কেহ কি ফিরিছে ঘরে দেখা হবে পথে?
বনলতা ডাকে তোমা অস্ফুট বেদনা
পাতা ফুলে হাসি মুখে একটু ঝরো না! [বিস্তারিত] -
কেমন করে হবে পূরণ ইচ্ছে তাহার
ইচ্ছে তো নয়, স্বপ্ন যেন স্বপ্ন মাঝার।
সেই ইচ্ছের মূল্য কীবা আছে?
বিলাস নদী? ইচ্ছা তাই ঘুরছে পাছে পাছে? [বিস্তারিত] -
সুখের আশায় সুখের খোঁজে
বেড়াও তুমি কী খুঁজে
অনেক দুঃখ মনে চেপে
বয়ে দীর্ঘশ্বাস। [বিস্তারিত] -
আমি রাখাল ছেলে তুমি রাজার মেয়ে
তুমি থাকো কেন আমার দিকে চেয়ে
স্বর্ণা নদীর তটে
গরু চরাই মাঠে [বিস্তারিত] -
আবার যদি আসি ফিরে
আসি যেন নদী হয়ে,
সাগর বুকে হারিয়ে থাকি
আকাশটাকে ছুঁয়ে। [বিস্তারিত] -
মনিহার রত্ন দিয়ে বেঁধো না এমন করে
এ মনিহার নয়তো আমার ফুলের বাসর ঘরে
মনিহারের মনি যত
আমায় বিঁধে অবিরত [বিস্তারিত] -
ভালোবাসা সুক্তির বুকে মুক্তা,
বেদনায় জন্ম যাহার
ভালোবাসা এক আকাশ মুক্তি,
কোনো আশা নয় কিছু পাবার। [বিস্তারিত] -
বিদায় তো নয় হারিয়ে যাওয়া,
কোন কালে আর না আসা ফিরে
কোথায় যাবে কেইবা জানে
থাকবে কী না কোন মানে তোমার কাছে [বিস্তারিত] -
আমার এই হাসির আলো
থাকুক তোমার নয়ন জুড়ে
মনের মাঝে মন মেখে
হৃদয়ে ভরে রাখো তারে। [বিস্তারিত] -
ভালোবাসি তোমায়
তাই ভাবনাটা আর নেইতো আমার মত
কেমন করে সে হয়ে যায়
তোমার কথা মনের মাঝে অবিরত। [বিস্তারিত] -
এ পৃথিবীতে আছে সে, তবু তার নেই কেউ।
সকালে উঠেই সে দেখে শূন্য দিগন্ত, সূর্যের হাসিটাও ফাও
আকাশে মিথ্যে দোলা দেয় বাতাস
শুধু ঘুরে ফেরে হতাশ নিশ্বাস [বিস্তারিত] -
খুশির হাওয়া সবার পাওয়া
সবার মনে সবার প্রাণে
মাঠেঘাটে সকল খানে
নেই ভেদাভেদ একটি দিনে [বিস্তারিত]