আলমগীর সরকার লিটন
আলমগীর সরকার লিটন-এর ব্লগ
-
অপেক্ষা মানে মহৎ কিছু ভাবনা
যেখানে নদ নদী মিলিত হবে
বালুচর ফসলের মাঠ সোনালি ধুসর
অতপর অপেক্ষা ছুঁয়ে যায় সাদা মেঘ [বিস্তারিত] -
রক্ত চক্ষু -হৃদয় ক্ষরণ-
জুলাই আগস্ট আষাঢ় শ্রাবণ;
এতো লাশ আর লাশ দেখেও
যে বুঝে না- সে উল্লুক দলকানা [বিস্তারিত] -
তোমার ইহুদী মনা চোখ ছিল
ট্রাম্পের মতো অহমিকা মন
ভেঙ্গে দিয়েছো মন মসজিদ
জ্বালিয়ে দিয়েছো স্বপ্নের রাত; [বিস্তারিত] -
বাবা মানে এখন কাঞ্চেগেরি
বাঁশতলা, মাঠভিটের জমির
ফসল দুলা তীব্র রোদের ঘাম;
বাবা মানে এখন বর্ষার জলের [বিস্তারিত] -
সিগ্ধ ভোরের দু’চোখ দেখে-
সেই আগের রক্ত প্রবাহিত হচ্ছে;
এতো ত্যাগ গেলো কোথায়?
ঘুমের স্বপ্নগুলো নর্দমার, পুকায় থাকলো [বিস্তারিত] -
ঘর বন্দি আকাশটা কবিতাহীন বর্ণ
ইচ্ছে করলেই শুধু ছোঁয়া যায় না-
মনের রাগ সে তো সমুদ্রের ঢেউ!
মনেই চাইলেই ভাঙ্গা যায় সবকিছু [বিস্তারিত] -
দেখো দেকি বাপু
গলায় যাবে আটকে-
অবশেষে মরল বুঝি
বুড়ির গার মটকে; [বিস্তারিত] -
প্রেম শুধু কায়ার ভাত কাপড়
গতিহীন প্রেম ছাড়া জীবন অচল;
তবু প্রেম হয়ে যায় কার কখন-
মুচকি হাসিতেই ভেজা মুখ তখন [বিস্তারিত] -
আফসোসের গলায় এখন
মধু সহ্য করতে পারছে না ;
তারা এখন চিটে ফিট হচ্ছে
তুলসীপাতা কেও হারমানাচ্ছে [বিস্তারিত] -
পথধূলি দৃষ্টিরেখে ভাবো মন
কোন পথে স্পর্শছোঁয়া লাগে ক্ষণ
রুদ্র ছায়া বৃষ্টি ঝরা শ্রাবণ
মন ভাঙ্গার উড়ছে ধূলি [বিস্তারিত] -
মরার ইতিহাস গঙ্গায় থাক
বাঁচ্চি সকালে বিকালে ভাক-
এরি নাম জীবন ঢাঙ্গায় সুখ
কপাল ছিরে মাটি খায় বুক- [বিস্তারিত] -
বুলেট সব বুকের পাঁজরে
শিশির ভেজা ভালবাসা সাজায়
দুচোখের রঙিন বাসর ঘর!
তুমি নিলে না তো খবর; [বিস্তারিত] -
সমস্ত ব্যক্তিত্ব এখন আকাশ চুম্বী
রক্ত ঘাম শ্রম দৃষ্টির বাতাসে কষ্ট শীত
উষ্ণতার গায়ে গলাভাঙ্গা আফসোস;
তবু কেঁটে যাচ্ছে চন্দ্র রাত দিন [বিস্তারিত] -
বাঁশের বাঁশি- ঠোঁটের আড়ি
কে বাজায় প্রেমযমুনার উজান ভাাটি;
ছলোত ছলোত জল ভেসে যায়-
আমার মন কায়া এক নদী! [বিস্তারিত] -
আকাশের সাদা মেঘগুলো
জানিয়ে দিচ্ছে- মা আসছে!
বাতাসের উৎসব রাস্তায় রাস্তায়
মুখরিত কোকিল কণ্ঠি স্লোগান- [বিস্তারিত]