অন্ধকার স্বপ্ন
ঘর বন্দি আকাশটা কবিতাহীন বর্ণ
ইচ্ছে করলেই শুধু ছোঁয়া যায় না-
মনের রাগ সে তো সমুদ্রের ঢেউ!
মনেই চাইলেই ভাঙ্গা যায় সবকিছু
মৃত্যুর উপত্যকায় বসে- স্বপ্ন দেখা
মানে লজ্জাহীন চোখের রাত- রাত;
বাসর গুণে মহাসাগর জল- জল
তবু কি কবিতা চায় অপবিত্র মন?
বর্ণ ছুঁয়ে আসবে না আর পবিত্র কবিতা
ঘর বন্দি আত্মাই অন্ধকার স্বপ্ন।
ইচ্ছে করলেই শুধু ছোঁয়া যায় না-
মনের রাগ সে তো সমুদ্রের ঢেউ!
মনেই চাইলেই ভাঙ্গা যায় সবকিছু
মৃত্যুর উপত্যকায় বসে- স্বপ্ন দেখা
মানে লজ্জাহীন চোখের রাত- রাত;
বাসর গুণে মহাসাগর জল- জল
তবু কি কবিতা চায় অপবিত্র মন?
বর্ণ ছুঁয়ে আসবে না আর পবিত্র কবিতা
ঘর বন্দি আত্মাই অন্ধকার স্বপ্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৬/২০২৫দারুণ
-
আমি-তারেক ০৩/০৬/২০২৫sundor onuvutir prokash
-
রবিউল হাসান ০৩/০৬/২০২৫খুব সুন্দর কবিতার বুনন এবং মর্ম।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৬/২০২৫বেশ সুন্দর