আমি-তারেক
আমি-তারেক-এর ব্লগ
-
সময়ের মতো থেমে থাকা
তোমার প্রহরের কাছাকাছি।
মুহূর্ত হয় অনেক দিনের।
সময় লাগে [বিস্তারিত] -
তুমি আমি ভিন্ন ভাবে আসলে একই।
শক্ত মেঘের ধারা কোমল পাথরে,
একদিন ভালোবাসার
বিন্দু বিন্ধুতেই ক্ষয় হবে। [বিস্তারিত] -
চোখের সীমানায় ভিজে
শুকনো সময়ের দৃষ্টি।
পথের মতো এঁকেবেঁকে
অথচ সরল রেখার সমান্তরাল। [বিস্তারিত] -
কিছু কিছু ভালোলাগা
মেঘে মেঘে ঢাকা থাকে।
কিছু কিছু বৃষ্টি তাই
আসি আসি বলে [বিস্তারিত] -
সব অনুভূতির
নাম থাকে না।
না ভালো নাম,
না ডাক নাম। [বিস্তারিত] -
পথ হারোনোতে ভুল নেই।
পথিক চিনতেই যত ভুল।
চোখে চোখ পড়তে
কি আর ভুল বলো, [বিস্তারিত] -
সুখের যেমন নতুন জীবন আছে,
দুঃখেরও আছে।
ঠিক বিকেলও না, ঠিক সন্ধ্যাও না
মাঝামাঝি কোথাও [বিস্তারিত] -
সব রাত্রির প্রস্তুতি
ভোরের আলোর মতো
বহুরূপী সন্ধ্যা হয়ে
আঁধারে মিলিয়ে যায় না। [বিস্তারিত] -
বাঘের মতো সাহস
সবসময় গর্জায় না।
বাঘের মতো সাহস আসলে
কখনোই গর্জায় না। [বিস্তারিত] -
সরাসরি মানে কি
চোখের পানির মতো
মোলায়েম এক অনুভূতি,
বরাবর নিচের দূরের মেঘের মতো। [বিস্তারিত] -
পেলেই হারানোর ভয় থাকে -
এই ভেবে যে না পেয়েই
পাওয়ার চেয়েও সুখী,
কোনো এক অল্প আলোর সন্ধ্যায় [বিস্তারিত] -
অপূর্নতা থেকে যাবে তো।
থেকে যাক,
তার যখন এতটাই থেকে যাবার টান।
অপূর্নতাও এক আলাদা সত্তা। [বিস্তারিত] -
যে কারনে এক ভিন্ন জগতে
একলা বিচরন, ঠিক সে কারণেই কিন্তু
শূন্যতার সঙ্গী সঙ্গ খুঁজে যায় -
কিছু বোঝার আগেই সেই যে সাড়া দেয়া, [বিস্তারিত] -
অনুভূতির সবখানে
সবখানের অনুভূতি
যদিও থাকে,
কোলাহলের ভিড়ে [বিস্তারিত] -
তুমিও জানো সেটা,
না জানলেও।
তুমিও খোঁজো সেটা,
না খুঁজলেও। [বিস্তারিত]