আমি-তারেক
আমি-তারেক-এর ব্লগ
-
হয়তো এভাবেই কথা ছিল
কোনো কিছু না দেখেই
অনেক কিছু দেখবার।
নীরবতার যত অভিযোগ [বিস্তারিত] -
সব দেখাদেখি দেখা যায় না,
কিছু তার রয়ে যায়
অদেখা, অচেনা কোথাও।
এই যে সেদিন, [বিস্তারিত] -
কিছু কিছু মুহুর্ত আসে
অনেক সময় নিয়ে।
নিতে আসে না
তেমন কিছুই হয়ত, [বিস্তারিত] -
চোখের সুধায় কি যেন এক প্রশ্ন,
সময়ের স্রোতে ভেসে ভেসে
শুধায় আবার ঠিক
শুধায়ও না। [বিস্তারিত] -
অনেক দূর থেকেও চোখে চোখ পড়ে।
রোদ্দুর, দূর থেকে ভেসে আসা সুবাতাসে
বর্ষার ছোটখাটো ভুল বুঝাবুঝিতে
কিংবা অনেক দিনের প্রতীক্ষার [বিস্তারিত] -
অসীমে হারিয়ে যাবারও
একটা সীমানা থাকে।
যতদূর চোখ যায়
তার কাছাকাছিই কিন্তু [বিস্তারিত] -
ফুরিয়ে যেতে যেতে
যতটুকু রয়ে যায়
ততটুকুতেই থাকা,
ততটুকুই থাকা। [বিস্তারিত] -
বৃষ্টি এলো
নাকি
তুমি এলে? [বিস্তারিত] -
ঝুঁকে পড়া ইচ্ছে করেই তোমার।
তারাদের সাথে চোখের দেখায়
কথা বলার মতোই।
দূরে থেকেও অনেক কাছে [বিস্তারিত] -
তারাদের, নক্ষত্রদের
আর দেখা, না-দেখা
আলোআঁধারীদের মধ্যেও কি
ভালোবাসা থাকে না এক? [বিস্তারিত] -
আঁধারেও চুপচাপ আলো থাকে এক
আকাশের যেমন থাকে নিঃশেষ
আর পথ চলার অশেষ।
অর্ধেক আত্মার ভুল করে [বিস্তারিত] -
আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি
কথাটার আসল মানে যেখানে
আমি তোমাকে খুবই ভালোবাসি,
আমি তোমাকে সেখানেই নিয়ে যাবো। [বিস্তারিত] -
কথায় কথায় আঁকা হতো নদী
হয়তো তোমার মনে আছে সবই।
তারপরও তো
ভুলে যাওয়ার এই শহরে [বিস্তারিত] -
জীবনের পরবর্তী অধ্যায়ের
পরিকল্পনাটা করতেই হচ্ছে,
অজান্তেই।
সময়ের নিয়মেই [বিস্তারিত] -
ভালোবাসার গল্পটা
অল্পই পেলো রৌদ্দুর।
দুচোখের দুই পাল্লায়
মেঘেরা কতদূর। [বিস্তারিত]