সব থাকা একলা থাকার মতোই
অঢেল দেখার সময় আছে
আধেক তোমার মতো
বাকি আধেক মিশে থাকে
একলা থাকার মতো।
ভাবনা ভাঙ্গার স্বপ্নে
মনের রাত গভীর হয় যতো,
দৃষ্টিগুলি দিনের আলোর মতো।
দূরে যাবার পথ
মিশে থাকে
কাছে আসার টানে।
তোমার আধেকই তা জানে।
বাকি আধেক একলা থাকার মতো।
সব থাকা একলা থাকার মতোই।
আধেক তোমার মতো
বাকি আধেক মিশে থাকে
একলা থাকার মতো।
ভাবনা ভাঙ্গার স্বপ্নে
মনের রাত গভীর হয় যতো,
দৃষ্টিগুলি দিনের আলোর মতো।
দূরে যাবার পথ
মিশে থাকে
কাছে আসার টানে।
তোমার আধেকই তা জানে।
বাকি আধেক একলা থাকার মতো।
সব থাকা একলা থাকার মতোই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৭/২০২৫মুগ্ধ
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২৫অতুলনীয় কাব্যিক উপস্থাপন করেছেন।
-
জে এস এম অনিক ০৩/০৭/২০২৫Nice