স্পর্শের মতো ছোঁয়া আর ছোঁয়ার মতো স্পর্শ
এমন কিছু সময় আসে
সব ছোঁয়াই হয় স্পর্শ
আর সব স্পর্শই ছোঁয়া।
যতটুকু রয়ে গেলো
সময়ের কাঁধে ভর করে,
থেকে যাক।
স্মৃতির মতোই স্পর্শ,
স্মৃতির মতোই ছোঁয়া।
আগুনের ওপারে এক
স্নিগ্ধতা আছে।
আনমনে কখন তার
স্পর্শ আসে -
ছুঁয়ে দিতে।
কে বলে দেয় কে জানে?
আর কেই বা জানায়?
এক ধরণের জানাজানি হলো।
কথা হলো কোথাও।
থেকে গেলো স্পর্শ,
থেকে গেলো ছোঁয়া।
স্মৃতির কাঁধে ভর করে
অভিমানের ভোর হওয়া।
কেবল ভোর।
বাকিটা সময় তো পড়েই আছে।
আবার চলা।
আবার সেই
স্পর্শের মতো ছোঁয়া
আর ছোঁয়ার মতো স্পর্শ।
সব ছোঁয়াই হয় স্পর্শ
আর সব স্পর্শই ছোঁয়া।
যতটুকু রয়ে গেলো
সময়ের কাঁধে ভর করে,
থেকে যাক।
স্মৃতির মতোই স্পর্শ,
স্মৃতির মতোই ছোঁয়া।
আগুনের ওপারে এক
স্নিগ্ধতা আছে।
আনমনে কখন তার
স্পর্শ আসে -
ছুঁয়ে দিতে।
কে বলে দেয় কে জানে?
আর কেই বা জানায়?
এক ধরণের জানাজানি হলো।
কথা হলো কোথাও।
থেকে গেলো স্পর্শ,
থেকে গেলো ছোঁয়া।
স্মৃতির কাঁধে ভর করে
অভিমানের ভোর হওয়া।
কেবল ভোর।
বাকিটা সময় তো পড়েই আছে।
আবার চলা।
আবার সেই
স্পর্শের মতো ছোঁয়া
আর ছোঁয়ার মতো স্পর্শ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ০৩/০৬/২০২৫দারুন। ভালো লেগেছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৬/২০২৫দারুণ
-
আলমগীর সরকার লিটন ০২/০৬/২০২৫সুন্দর এক অনুভব প্রকাশ
-
ফয়জুল মহী ০১/০৬/২০২৫চমৎকার লিখেছেন মুগ্ধ হলাম।