ত্যাগের স্বপ্ন
সিগ্ধ ভোরের দু’চোখ দেখে-
সেই আগের রক্ত প্রবাহিত হচ্ছে;
এতো ত্যাগ গেলো কোথায়?
ঘুমের স্বপ্নগুলো নর্দমার, পুকায় থাকলো
রাতের আনন্দগুলো জল খেলা
গ্লাসে গ্লাসে গাল গল্পের আওয়াজ-
তবু ত্যাগের বাসনা ঐ চাঁদেই রয়লো
কুরবানীটা শুধু পশু হলো, ত্যাগ হলো না;
এভাবেই ধর্মের গায়ে মুখে কলঙ্ক-
নিজেকে ঠকানোর অদম্য ত্যাগের স্বপ্ন।
৩-৬-২৫
সেই আগের রক্ত প্রবাহিত হচ্ছে;
এতো ত্যাগ গেলো কোথায়?
ঘুমের স্বপ্নগুলো নর্দমার, পুকায় থাকলো
রাতের আনন্দগুলো জল খেলা
গ্লাসে গ্লাসে গাল গল্পের আওয়াজ-
তবু ত্যাগের বাসনা ঐ চাঁদেই রয়লো
কুরবানীটা শুধু পশু হলো, ত্যাগ হলো না;
এভাবেই ধর্মের গায়ে মুখে কলঙ্ক-
নিজেকে ঠকানোর অদম্য ত্যাগের স্বপ্ন।
৩-৬-২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইকরামুল শামীম ০৯/০৬/২০২৫অসাধারণ লিখনি। শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৬/২০২৫বেশ
-
রবিউল হাসান ০৯/০৬/২০২৫বাস্তবতার নিরিখে অসাধারণ কবিতা। কোরবানি এখন শুধু মাংস খাওয়ার উৎসব।ত্যাগ নেই।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৬/২০২৫বেশ সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৭/০৬/২০২৫অসাধারণ অনুভূতির নান্দনিক উপস্থাপন
-
রবিউল হাসান ০৪/০৬/২০২৫আল্লাহ সবাইকে কোরবানির মর্ম বুঝার তৌফিক দান করুন।