অর্ঘ্যদীপ চক্রবর্তী
অর্ঘ্যদীপ চক্রবর্তী-এর ব্লগ
-
তুমি দূরে চলে গেলে
তোমার প্রতি আমার ভালোবাসা যায় বেড়ে।
তুমি দূরে চলে গেলে
চোখের আড়াল হও যত; [বিস্তারিত] -
আমি তোমায় সারা দিনরাত ধরে দেখতে চাই,
আমার ক্ষিদে ঘুম তৃষ্ণা সব মিটে যায় শুধু তোমায় দেখে গেলে।
তুমি আমার সামনে বসে বা দাঁড়িয়ে থাকো
আমি তোমার রূপ দুচোখ দিয়ে গোগ্ৰাসে গিলে নিই, [বিস্তারিত] -
তোমার সঙ্গে মুখোমুখী কথা বললে যতটা না বলি
নিজের মনে তোমায় নিয়ে অনেক বেশি কথা বলি।
তোমায় সামনাসামনি যতটা না দেখি
নিজের মনে তোমায় দেখলে অনেক বেশি দেখি। [বিস্তারিত] -
তোমার চোখের কাজল কোনোদিন হতে পারব না,
না তোমার লাল ঠোঁট,
না তোমার কপালের টিপ,
না তোমার গালের কালো তিল। [বিস্তারিত] -
যেদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব,
চিরকালের জন্য হারিয়ে যাব-
সেদিন বুঝবে আমি তোমার কাছে কী ছিলাম।
তখন কেবলই মনে পড়বে আমার কথা। [বিস্তারিত] -
সবার জীবনে প্রেম আসে ঠিকই
তবে জানিনা আমার জীবনে এসেছিল কিনা।
আমার জীবনে তুমি এসেছিলে 'তুমি' হয়ে
তাই তো তখন জানতাম না প্রেম কী, [বিস্তারিত] -
তোমাকে ভালোবাসি বলেই
ভালোবাসাকে আর ভালোবাসা হলো না।
তোমার জন্য কবিতা লিখি বলেই
আমার কবিতা লেখাও আর থামলো না। [বিস্তারিত] -
তোমার মুখের দিকে একবার, শুধু একবার তাকিয়েই আমার আর ফেরা হলো না!
কেমন বলবো?- ঐ স্বর্গের দেবী বা অপ্সরী বা জলপরীদের মুখের মতন তোমার মুখের গড়ন।
তোমার দুই চোখের কাজল, নরম দুই পাতলা গোলাপী ঠোঁট, টানা ট... [বিস্তারিত] -
তোমায় পাওয়ার চেয়ে তোমায় ভাবতে ভালো লাগে।
ভাবার সময় তুমি আমার মধ্যে থাকো
সামনাসামনি থাকলে তো এতটাও গভীরে যেতে না।
তোমায় পাওয়ার চেয়ে তোমার ছবি দেখতে ভালো লাগে। [বিস্তারিত] -
আমার মৃত্যুর পরে
যদি তোমার কাছে মেঘ হয়ে ফিরে আসি
আমায় জড়িয়ে ধরে চুম্বন কোরো।
কিন্তু তোমার ঠোঁটের দাগ [বিস্তারিত] -
আমি একটা নীল মেঘ বানাবো!
আকাশ যখন কালো মেঘে ঢেকে যাবে
বা সাদা মেঘে ভরে যাবে
ঠিক তখন আমি নীল মেঘ নিয়ে উড়ে বেড়াবো। [বিস্তারিত] -
এইখানে এই মনের মাটিতে প্রিয়াকে দিয়েছি কবর,
ওর শোক যাতে আমাকে না ঘিরে ধরে তাই মৃতদেহটা নিজের দেহে করেছি ধারণ-
ফাঁকা-ফাঁকা লাগে না, পাশে কেউ নেই এই ভাব জাগে না।
মনের মাটিতে কবর দিলে- [বিস্তারিত] -
চেনা রাস্তা ধরে যাচ্ছি।
চারপাশের সবকিছু আমার চেনা-
বাড়িঘর মানুষজন
এমনকি উপরের আকাশও। [বিস্তারিত] -
সময়কে কখনো ধরে রাখা যায়?
সময়ের ফলেই তো দিন রাত হয়।
এই বিশ্বব্রহ্মাণ্ডে সময় কারো আদেশ মানে না।
সে নিজের মতো চলে, কখনো থেমে থাকে না, [বিস্তারিত] -
আমার বহুদিনের ইচ্ছা ভালোবাসা কোথায় থাকে তা জানা।
লোকে নাকি বলে ভালোবাসা হৃদয়ে থাকে-
তাই ভালোবাসা খুঁজতে একদিন নিজের হৃদয়ে প্রবেশ করি।
হৃদয়কে আকাশের সাথে তুলনা করা যায়! [বিস্তারিত]