কে. পাল
কে. পাল-এর ব্লগ
-
সূর্যকে টেনে হিঁচড়ে অস্তমিত করি,
উন্মাদনার উল্লাসে আঁধার জড়িয়ে ধরি;
প্রগৌণ খাদকের রসালো ঝাল-চচ্চড়ি,
খায় রূপকথার ন্যাকামি ভুরি ভুরি। [বিস্তারিত] -
দেখতে পাচ্ছি অপরাধ,
মহানিকৃষ্ট পৈশাচিক উন্মাদ উল্লাস!
হাহাকার দশদিকে- সীমাহীন যন্ত্রণা ফাঁদ,
তেড়েফুঁড়ে রে-রে করে, [বিস্তারিত] -
তুলসী পাতা ভেবে আমি
সঁপেছিলাম যাঁকে মন,
কচুরিপানা বানিয়েই ছাড়লো,
এই ছোট্ট সোনার জীবন! [বিস্তারিত] -
মুখ বুঁজে চুপ থাকো,
চোখ দু'টো উল্টে রাখো,
আর্তনাদে দু'কানে তুলো গুঁজো।
যখন চরম আগুন লেগেছে [বিস্তারিত] -
কান্না আর আসেনা দু'চোখে,
(হয়তো) শুকিয়ে গিয়েছে সব।
ভণ্ডামির সর্বোৎকৃষ্ট আঁতেলও হাসে
লাথি-ঝাঁটা খাওয়াটাই আজ শখ। [বিস্তারিত] -
স্বপ্নের জগতে তুমি থাকতে চাও,
বেশ! তোমায় বিরক্ত করবো না।
কারন প্রতিটি নেষার ঘোর কাটে,
শুধু অল্প একটু সময়ের অপেক্ষা। [বিস্তারিত] -
স্বপ্নের রেশ কাটেনি এখনো,
তা সে আশা নেশার মজাই অন্য!
দূর ছাই-
দুনিয়া ঘুরে যাকগে নিজের তালে, [বিস্তারিত] -
স্বপ্ন কতই না দেখেছি রাত জেগে;
আজ দুঃচিন্তার জালে জড়িয়ে ক্লান্ত,
উফ পারছি না, দাও ঘুমাতে!
প্রতারণাটাও আর কাছে ঘেঁসছে না; [বিস্তারিত] -
একি বিপ্লব...
এখানো তুই ঘুমিয়েই আছিস?
সকাল তো কখন হয়ে গেল!
নে, উঠে পর চট জলদি; [বিস্তারিত] -
শিরা-উপশিরার রন্ধ্রে রন্ধ্রে,
উপস্থিত আজ আলস্য।
প্রাণ নাচে ফ্রী শব্দের সুগন্ধে,
থাকুক না যতই রহস্য! [বিস্তারিত] -
চাই না সহানুভূতি,
চাই না কঠোর নিন্দা।
রেখে দাও যত্তসব গুরুগম্ভীর নীতি,
তোমার পকেটে- সময় এখন বন্ধ্যা। [বিস্তারিত] -
জেনে-শুনে-বুঝে,
নিজ হাতে স্ব-ইচ্ছায় মহানন্দে,
বিষপান করেছি এক ঢোকে।
নির্বুদ্ধিতা, অদূরদর্শীতা, শঠতার স্বার্থান্ধে [বিস্তারিত] -
ষড়যন্ত্রের জালে প্রাণ ওষ্ঠাগত,
দুমড়ে মুচড়ে শুকনো স্বপ্ন
বয়সের ভারে বেজায় মাথানত;
এখানে বাস্তবতা বেশ জঘন্য। [বিস্তারিত] -
হেয় উপেক্ষার মায়া জালে,
আত্মসমর্পিত বিদগ্ধ বিবেক।
দু'পায়ে আত্মগ্লানি পিষে চলে,
ভীক্ষা চায় অনেক। [বিস্তারিত] -
(১).
ভালোবাসি ভালোভাবে ধামাচাপা করতে,
অনায়াসে সহাস্যে সুনিপুণ দু'হাতে।
অবিরাম উৎপীড়নের চরম বৃদ্ধিতে, [বিস্তারিত]