পরিচয়হীন
উগ্র আমোদের উশৃংখল জীবন,
রঙ্গিন জলের ফোয়ারায় অনবরত,
গা ভাসিয়ে চলে বেহিসেবী মন!
ধোঁকায় ঝাপসা ভবিষ্যৎ,
ধোঁয়ায় গড়া রূপকথার জট;
আবার যাযাবর করছে পরিচয়,
নির্লজ্জ চাটুকারিতার সর্বোচ্চ কাপুরুষতায়!
নির্লিপ্ত চোখে ভাবলেশহীন-
ভয়ানক, আদিম আর্দশ প্রেম;
পরিত্যাগ করায় বিবেকের ঋণ!
আয়নার দোকানগুলি এ মৃতের শহরে
বারবার ভাঙ্গে ঐ ঢিল ছুঁড়ে মেরে।
হৃদয়টা ক্ষত-বিক্ষত নরক যন্ত্রণাতে,
ভয়ার্ত আজ শরনার্থী- দুর্বৃত্তের কালো গর্তে!
সময়: ০৩/০৮/২০২৪, ১৪:৪৭ মি:
রঙ্গিন জলের ফোয়ারায় অনবরত,
গা ভাসিয়ে চলে বেহিসেবী মন!
ধোঁকায় ঝাপসা ভবিষ্যৎ,
ধোঁয়ায় গড়া রূপকথার জট;
আবার যাযাবর করছে পরিচয়,
নির্লজ্জ চাটুকারিতার সর্বোচ্চ কাপুরুষতায়!
নির্লিপ্ত চোখে ভাবলেশহীন-
ভয়ানক, আদিম আর্দশ প্রেম;
পরিত্যাগ করায় বিবেকের ঋণ!
আয়নার দোকানগুলি এ মৃতের শহরে
বারবার ভাঙ্গে ঐ ঢিল ছুঁড়ে মেরে।
হৃদয়টা ক্ষত-বিক্ষত নরক যন্ত্রণাতে,
ভয়ার্ত আজ শরনার্থী- দুর্বৃত্তের কালো গর্তে!
সময়: ০৩/০৮/২০২৪, ১৪:৪৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৮/০৮/২০২৪অসাধারণ হয়েছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৮/২০২৪গুড
-
suman ০৭/০৮/২০২৪সময়ের সত্য উচ্চারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৮/২০২৪দারুণ
-
আলমগীর সরকার লিটন ০৪/০৮/২০২৪বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২৪চমৎকার সুনির্মিত ।