আলমগীর সরকার লিটন
আলমগীর সরকার লিটন-এর ব্লগ
-
কদুর ডগায় কি প্রতিবাদ করি
এতটুকু বাতাস গায়ে লাগে না,
তবু যেনো আপেল মুখি ঠোঁট-
বনো হাঁস চোখ, বিড়াল যাদু কণ্ঠ [বিস্তারিত] -
ব্যর্থতার জায়গা গুলোতে গো-গোবর ভরা
অনুভূতির ছেড়া কাপড়ে- নেড়া মাথা-
তবু জ্ঞান বোধের জানালায় ফাঁকা
নর্দমার গন্ধ বাতাস সহজে ঢুকে যায় [বিস্তারিত] -
২১ এর তাজা রক্ত দিয়ে
বর্ণ ফুটেছে রক্ত গোলাপ!
আঙ্গীনা জুড়ে সুবাসিত বাতাস
যেনো রফিক,শফিক- আরও [বিস্তারিত] -
রোজ রোজ কলা গাছ ভাবছিলে
তাই না, আর নিজেকে বরই গাছ-
বরই গাছের চার পাশটাতে
কোন ঢিল রাখতে দেয়নি- [বিস্তারিত] -
ফাল্গুনী হাওয়া ভাবতে ভাবতে
বকুল ছেড়ে কৃষ্ণচূ্ড়া হয়েছে আমার
মেঠো পথগুলো বেদনায় সাজিয়েছি
তবু আমার ফাল্গুন শেষ হলো না; [বিস্তারিত] -
আমার দুঃখ হলো চিরস্থায়ী
সুখ হলো যে মৃত্যু-
তবু কোন দিকে চলছি আমি
জানে না এই অন্তর্যামী; [বিস্তারিত] -
রাগের মাথা
শরবত করে খাওয়া যায় না,
তবে সিনা খাওয়া যায়;
অভয়রাণ্যে গলার খুব চঞ্চল ভাব [বিস্তারিত] -
আমার কষ্টগুলো মৃত
তবু জেগে তুলি ফাল্গুনি হাওয়ায়
কিংবা মাঘের কুয়াশায়;
অভয়ারণ্যে বসবাস করি [বিস্তারিত] -
তোমার ক্ষেত্রে জবরদখল বুঝিনি
হয় তো তোমার বাবার জাদু ছিল!
অথচ কি জবরদখল হচ্ছে এখন;
তোমার গায়ে বুঝার শক্তি তেমনী [বিস্তারিত] -
আমি আকাশ দেখি সাদা
মাটিতে শুধু নীল ভোমরা
দিগন্ত মাঠ ছুঁইতে চাই-
এক রাশ পায়রার মতো; [বিস্তারিত] -
আমার মাথায় হতভাগার চিহ্ন
চিন্তা শক্তি হয়েছে ভিন্ন-
চুলগুলো বুড়ো বুড়ো ভাব
আর্তনাদের পাড়ায় কিসের জানি উৎসব! [বিস্তারিত] -
দাগের উপর দাগে কেটে গেলে
২০২৩ সাল- কি সুখ পেলে?
সুখের আসমান চাঁদ তারা-
ঐ দূর পাহাড়ের ঋর্ণ ধারা; [বিস্তারিত] -
বাবা তোমার আটাকয়ে গমের জমিটা
আর গম হয় না এমন কি কয়ের বিলের
পাট গুলো ডুবে যাচ্ছে; পাট জাগ দেওয়ার
বাচ্চু ভাইও আর নেই অথচ আউশ ধানে [বিস্তারিত] -
অভিনয় দেখছো
অথচ অভিনয় পারো না
নীতি ভাবছো
নীতি ভ্রষ্ট হতে পারছো না [বিস্তারিত] -
বন্ধু আমার এমপির সখ!
গায়ে ময়দানে শুধু চক-
ভোট হয়েছে উড়া বক
আমি হয়েছি ভোটের ঠক; [বিস্তারিত]