www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম

প্রেমের অনেক নাম। ভালোবাসা, প্রণয়, অনুরাগ, রাধা-কৃষ্ণ, লাইলী-মজনু, মধ্যাকর্য বা মহাকর্ষ, এমনকি বিকর্ষণ ও বিচ্ছেদও প্রেমের আরেক রূপ ও নাম ...

প্রেমের কথা ঘুরে ফিরে আসে। বার বার আসে। জগতের শুরু থেকেই প্রেম রয়েছে। আসলে প্রেমই আদিমতা ... অনেক কিছুর পরিবর্তন হয়েছে - কিন্তু প্রেম পাল্টায় নি কখনই ... প্রেম আছে বলেই এ জগৎ আছে, সময় চলমান রয়েছে, জন্ম আছে, মৃত্যু আছে, বেঁচে থাকার ইচ্ছা, সাধ ও স্বাদ আছে। এই জগৎ ও সময় সৃষ্টি হয়েছিল প্রেমের ছোয়ায়, প্রেমের মহিমায় তা বেঁচেও আছে এবং একদিন প্রেমের বিস্ফোরণেই এ জগৎ ও কাল শূন্যতায় মিলিয়ে যাবে আবার... তবু প্রেম অনন্ত, তাই সে থাকবে নিরন্তর, আবার নতুন কোন জগৎ সৃষ্টির অপেক্ষায় ...
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৫৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast