আমি-তারেক
আমি-তারেক-এর ব্লগ
-
বিকর্ষণের মতো করেও
আকর্ষণ করা যায়,
অনুভব করা যায়
দৃষ্টির কোনায় কোনায় [বিস্তারিত] -
সেই চেয়ে থাকা মুহূর্তরা সব
আলোর মতো
ছুটে চলতে চলতে হঠাৎ
তোমার আবেগী আঁধারের [বিস্তারিত] -
ভয়ে ভরা আঁখি দুটি
ভালোবাসা নিলো টুটি।
আঁখি দুটি ভয়ে ভরা
প্রণয় সব দিশেহারা। [বিস্তারিত] -
যে ঢেউ আসে
উজাড় করে
অশান্ত সময়ের
অভিন্ন সেই নীরবতায়, [বিস্তারিত] -
কার নয়নে চমকিল
ওই পরানের চাওয়া,
কোন প্রণয়ের হাওয়া
কোন অধীর ধারায় [বিস্তারিত] -
যদি রাত্রি আসে নেমে
হৃদয়ের কোনায় রাখা
অলস কোন দুপুরেই,
যদি চলে যাবার সময় আসে [বিস্তারিত] -
বাতাসে বাতাসে ভালোবাসাতেও
থমকে যাওয়া আছে এক।
কয়েক মুহূর্ত সময়ের আয়নায়
ভালো লাগা এক বই পড়ার মতো। [বিস্তারিত] -
কান্না পেলে
ভালোবেসো।
ভালোবাসা পেলে
কেঁদো। [বিস্তারিত] -
আধো স্বপ্নের প্রহরে
ঐ শহরে
আর মনের এই শহরে
দূরে দূরে থেকেই [বিস্তারিত] -
অঢেল দেখার সময় আছে
আধেক তোমার মতো
বাকি আধেক মিশে থাকে
একলা থাকার মতো। [বিস্তারিত] -
যদি ভুল করে পড়ে চোখে চোখ
যদি হয় কোনো সময়ের সমীকরণ
যদি আবার আসে ফিরে
যা হারায় খুঁজে পাবার জন্যই [বিস্তারিত] -
হঠাৎ করেই পথ বদল হয়।
মন বদল হয় কিছুটা পরে।
আগের যা কিছু দেখা
ধরা দিতে আবার [বিস্তারিত] -
এমন কিছু সময় আসে
সব ছোঁয়াই হয় স্পর্শ
আর সব স্পর্শই ছোঁয়া।
যতটুকু রয়ে গেলো [বিস্তারিত] -
চোখের জলে বিকেল হলে
সন্ধ্যা প্রদীপ
জ্বলে কি না জ্বলে
কি যায় আসে? [বিস্তারিত] -
চোখের কোনেই থাকা,
ভেসে যাওয়া
মেঘের ভাষায় ভাষায়।
ফিরে ফিরে আসার [বিস্তারিত]