www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ হতে জোকস পর্ব ০৪ - বেশি জ্ঞান দিও না

ভোম্বলদা : মর্ত্যে তোমাদের জন্ম হয়েছে কেন জানো ?
মর্ত্যবাসী : হ্যা জানি। খাবো, ঘুরবো,পলিটিক্স আর পরের চুকলি করে ক্ষতি করবো।
ভোম্বলদা : দূর ! ওগুলো নয় রে বাবা । কাজ করে খাবে - অমর কীর্তি রবে। বসে বসে খাবে - তো পাপ জমা হবে।
মর্ত্যবাসী : তুমি কিচ্ছুটি জানো না। ভালো কাজ করলে কজন মনে রাখবে। বরং খারাপ কাজ করলে বেশি মনে রাখবে। যেমন দায়ুদ বা লাদেন। ইন্টারপোল বাবাধন, বাছাধন বলে। এইযে তুমি আমায় ডাকলে। বাবা ! বাবা !!
ভোম্বলদা : আরে ওটা তো ভালবাসায় ডেকেছি, বাবা ! ভদ্রভাষায় সম্বোধন করে বলতে হয়, তাই।
মর্ত্যবাসী : ফ্যাচাং - ফ্যাচাং করোনা তো। পেছনে পেয়েছো, তাই এত বলছো। বেশি জ্ঞান দিলে ভাইকে ডেকে দোবো, হ্যা।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৭৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ২৪/০৯/২০১৫
    grin
  • সুন্দর কৌতুক।
 
Quantcast