www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নোয়ার নৌকা

বৃষ্টির সঙ্গে নেই নিগূঢ় স্ংলাপ,
তবে মাঝে মাঝে প্লাবন আসে
দামাল ঘুর্ণি নিয়ে সঙ্গে,
কখনো বা কাঁপে মাটি।
সাগরের জলে ভাসে তেল,
চলে রক্তপাতহীন গুপ্তহ্ত্যা,
চিমনির মু্খ থেকে বেরোয় কালোদানব
গিলে খায় নীল আকাশ এব্ং ফুসফুস,
সময়ের থার্মোমিটারে উষ্ণতা বাড়ে।
সভ্যতার উল্লাসে চাপা পড়ে
প্রজাতির শেষ আর্ত চিত্কার,
প্রজাতিশ্রেষ্ঠ এখন আশ্রয় খোঁজার সময় নয়।
মনে রেখো আকাশের চেয়ে বড় ছাদ নেই,
গাছেদের চেয়ে নেই শক্ত দেওয়াল,
তারা তোমার সঙ্গে সুখ-দু:খের কথা কয়।
এই জল,মাটি,বাতাস বাদ দিলে
তোমার জন্য পড়ে থাকবে নরকের আগুন
অথবা বিষন্ন শূণ্যতা,
আর একদিন হিমবাহ গলা জলে
ভেসে যাবেই অহংকারী সভ্যতা।
তাই সব কিছু শেষ হবার আগে,
চোখ মেলে দেখো তোমার সামনে
দাঁড়িয়ে আছেন অসহায় ঈশ্বর,
মানুষ তোমার কি সত্যিই
কোনো নোয়ার নৌকা নেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এককথায় অনিন্দ্য লেগেছে
  • গালিব আফসারী ১৭/১১/২০১৭
    অসাধারণ!
  • মধু মঙ্গল সিনহা ১৭/১১/২০১৭
    খুব ভালো লাগল।
  • ইশ্বর অসহায় হইতে পারেন না। মানুষ অসহায় বলে ইশ্বরের সমীপে সাহায্য প্রার্থনা করে।তবে, কবিতাটি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।কবিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
    • সুজয় সরকার ১৭/১১/২০১৭
      সৃষ্টি যখন অযোগ্য আর অকর্মণ্য হয়ে পড়ে তখন স্রষ্টা তো অসহায়ই;না সৃষ্টিকে অস্বীকার করতে পারেন,না পারেন তাকে ধ্বংস করতে।ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি এই পৃথিবী এবং মানুষ;এর মধ্যে একটি যদি অন্যটিকে ধ্বংস করতে উদ্যত হয় তবে ঈশ্বর অসহায় হয়ে পড়েন বৈকি।
  • সোলাইমান ১৭/১১/২০১৭
    মনোহরন কবিতার ভাবনা ।শুভেচ্ছা জানাই প্রিয় কবিবর ।ভালো লাগা রেখে গেলাম ।
 
Quantcast