মোহন দাস (বিষাক্ত কবি)
মোহন দাস (বিষাক্ত কবি)-এর ব্লগ
-
অনুভূতি হৃদয় আকাশ ছুঁতে চাই
পলাশ প্রেম ভোর দুপুর ডাকে তোমায় ডাকে,
নিঃসঙ্গ তারা এ মন জ্বলন্ত রাত্রি দিন
কেবলই তোমার পথ খুঁজে খুঁজে হারায় পথের বাঁকে । [বিস্তারিত] -
একটা হিমযুগ পেড়িয়ে এসে
আমি ঠিক দাঁড়িয়েছি তোমার দুয়ারে, বারান্দায়
ধ্বংসপ্রাপ্ত জীবন সায়াহ্নে একা ।
মৃত্যুকে পিছনে ফেলে, কয়েকটা মহামারী, চড়ায়-উৎরায় [বিস্তারিত] -
হটাৎ একদিন
একটা হৃদয় ছিন্ন করা বিকেলে
ঝড়ের মুখোমুখি দুজনেই;
ভীষণ আবেগে মন কাড়াকাড়ি [বিস্তারিত] -
তোমার কোমল আঙুলের ছোঁয়ায়
নিভে গেছে আমার হৃদয় আগুন,
শিশির কণার মতো বিন্দু বিন্দু বাষ্প জমেছে ।
মেঘেদের মতন আমার হৃদয়ে [বিস্তারিত] -
সঞ্চিত হয়নি কিছু
মেলেনি পূর্ণ ফল,
আয়নায় দেখে মুখ
ঝরেছে চোখের জল । [বিস্তারিত] -
ওহে কবি পিছু ফিরে দেখেছো কী তারে
বাঁচার আশায় জীবন যুদ্ধে যে জন হারে ?
কারো জীবন রং মশাল ভিতর বাহিরে আলো
ওদের জীবনে আঁধার শুধুই সাদা কালো । [বিস্তারিত] -
কত কাটিলো বসন্তের বেলা
বিরহের কত রজনী
নিমেষে কাটিলো বিষণ্ণ গোধুলি
একাকী বসিয়া সজনী । [বিস্তারিত] -
এতো কাল কোথায় ছিলে প্রিয়তমা আমার
এতদিন কারে বেসেছিলে ভালো,
তুমি তো আগের মতো নেই আর
কে তোমারে সাজালো সুন্দরী; কে তোমায় দিয়েছে আলো ? [বিস্তারিত] -
আমি দেখেছি,
কিছু জীর্ণ লিকলিকে পথশিশু রাত্রি জাগছে
ক্ষুধার আগুন পেটে জ্বেলে,
আমি দেখেছি শহরের ডাস্টবিনে [বিস্তারিত] -
(১)
আমি দেখছি দিনের পর দিন
বিজ্ঞান প্রযুক্তি আমাদের পরিবেশ হয়ে উঠছে
আমাদের ঘিরে ধরছে ঝাউ বনের মতন, [বিস্তারিত] -
ওরা কাঁদছে; ভীষণ কাঁদছে
গলা চিরে যাচ্ছে ওদের; চিৎকার করতে করতে
তবু ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
ঝড় ওদের বুকের হাড় ভেঙেছে, সংসার ভেঙেছে [বিস্তারিত] -
এখন আর কবিতা হৃদয়ের দ্বারে এসে
প্রতীক্ষা করে না,
মাঝ রাতে বিছানার কাছে এসেও ভিড় করে না ।
ভোর বেলা ঘুমও ভাঙায় না কবিতা এখন, [বিস্তারিত] -
যদি বলি ভালো থেকো, ভালো থাকবে
নাকি যন্ত্রনাকে দাঁতে চেপে
মিথ্যা হাসবে ?
যদি বলি ভালোবাসি, সত্যি ভাববে [বিস্তারিত] -
সেই চিঠিটা বুকের ভিতর আজও কাঁদে
জানো ?
একা একা রাত্রি জাগে
মাখে অশ্রুজল, [বিস্তারিত] -
নেই; কোথাও নেই
কোথাও থাকে না সে, থাকবার কথা কী
সে কথাতেও বিস্ময় !
সম্ভাবনাহীন; হয়তো তাঁর কোনো অস্তিত্বই নেই [বিস্তারিত]