www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি প্রেক্ষাপট

ওহে কবি পিছু ফিরে দেখেছো কী তারে
বাঁচার আশায় জীবন যুদ্ধে যে জন হারে ?
কারো জীবন রং মশাল ভিতর বাহিরে আলো
ওদের জীবনে আঁধার শুধুই সাদা কালো ।

এ সমাজের দুটি চিত্র বিবেকে জাগায় সাড়া
একটি হলো ছেড়া ফাটা একটি পোশাক ছাড়া,
ভিখারি তাই লজ্জা ভুলে অভাবে উলঙ্গ আজ
থাকতেও যারা ঢাকেনা অঙ্গ দেখো তাঁদের সাজ ।

ওহে কবি আধুনিক নামে এ কেমন দিন এলো
এতো এক নোংরা সমাজ সবই এলোমেলো;
নর নারী উড়ে বেড়ায় সকাল দুপুর রাত
যৌনতা এখন মূল্যহীন সবারই দেয় আঘাত ।

মানুষ সবে চতুর হলো বুঝলো নিজ স্বার্থ
ওরাই কেবল মূর্খ রইলো বোকা হলো যতার্থ,
এ যুগে কথাও নেই কোনো হৃদয়বান লোক
যার কিনা হৃদয়ে লাগে জলে ভাসে চোখ ।।


20.09.2017
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast