শঙ্খজিৎ ভট্টাচার্য
শঙ্খজিৎ ভট্টাচার্য-এর ব্লগ
-
১) কোমর
স্ত্রী। কোমরে বাতের কি ব্যথা!
স্বামী। সারাদিন কোমর দুলিয়ে ঝগড়া করলে হবে না!
২) ভ্যান্তারা [বিস্তারিত] -
জোর করে
প্রেম করা যায় না।
জোর করে
লেখা যায় না। [বিস্তারিত] -
১) ঝুলি
অজয়। আমি লম্বা হওয়ার জন্য রোজ ঝুলি।
বিজয়। বাঁদরের বংশধর।
২) পরীক্ষা [বিস্তারিত] -
১) গোরুমারা
স্যার। বলো দেখি, গোরুমারার জঙ্গলে কটা গরু আছে?
ছাত্র। সব গরু যদি মেরেই দেন, তাহলে গরু থাকবে কোথা থেকে!
২) ভূত [বিস্তারিত] -
কবিতা পড়লে ভাব ওঠে-
সে সুখের অথবা দুঃখের।
সুখ পেয়েছি মানে দুঃখ পাবোই,
দুঃখ পেয়েছি মানে সুখের দিন নিকটে- [বিস্তারিত] -
আপনি কেমন আছেন?
তুমি কেমন আছো?
তুই কেমন আছিস?
এখন চিঠি লেখা বন্ধ। [বিস্তারিত] -
১) বরবাদ
বাবা। মানুষের আশীর্বাদ পেতে শেখ।
ছেলে। বহু মানুষ আবার আশীর বরবাদও করে।
২) লেবু [বিস্তারিত] -
১) টম মুডি
অজিতা। আমার সব মুডের ওপর নির্ভর করে। মুড ভালো থাকলে সব ভালো, না থাকলে সব খারাপ।
আকাশ। আপনি কি টম মুডির মানস কন্যা?
২) কর্কটক্রান্তি রেখা [বিস্তারিত] -
বেণু দাদু ও বেবি দিদা, সম্পর্কে মায়ের মাসি মেসো। ওনারা প্রতি বছর শীতে শিমুলতলা বেড়াতে যান, স্বাস্হ্য উন্নতির জন্য। আমার দিদা দাদু, অর্থাৎ মায়ের মা বাবাকে সেইবারে ওনারা সঙ্গে নিয়ে যেতে চাইলেন, যত দ... [বিস্তারিত]
-
১) ভিড়
স্বামী। কীসের এতো ভিড় রাস্তায়?
স্ত্রী। একটা চামচিকে একটা হাতিকে ল্যাং মেরেছে।
স্বামী। যেমন কাদায় পড়লে তুমি আমাকে মারো! [বিস্তারিত] -
১) স্টিকার
বাবা। তুই এক কথায় সারাদিন স্টিক করে থাকিস কেন রে?
ছেলে। আমার মুখে স্টিকার মেরে দাও, তাহলেই আর স্টিক করবো না।
২) কন্ট্রোল [বিস্তারিত] -
১) অতি
অন্ধকারে দেখা যায় না,
দু চোখ ভরে দেখতে গেলে আলো চাই,
কিন্তু অতি আলো মানে অন্ধকার। [বিস্তারিত] -
বাঁচতে গেলে
মান অভিমান বেশি থাকাটা
মোটেই ভাল নয়।
অতি মান বেমানান [বিস্তারিত] -
১) চার্জড
অরূপ। মাইন্ড চার্জড, বডি চার্জড।
আয়ান। ওই ড্রিঙ্কটা খেলে মাইন্ড বডি দুটোই পুরোপুরি ডিসচার্জড হয়ে যায় রে।
২) বিয়াল্লিশ [বিস্তারিত] -
১) দৌড়
অয়ন। আমি রোজ এক ঘন্টা রানিং করি। রানিং ইজ দি বেস্ট এক্সারসাইজ।
প্রীতম। ফরেস্ট গাম্প।
সুজয়। রান লোলা রান। [বিস্তারিত]