www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা দেখে না

===============
আজ কাল না মানুষগুলো
বড্ড এলোমেলো! রক্ত দেখে
খিল খিল করে হাসে যায়-
এমন কি শহরের নর্দমা গন্ধের
সাথে সবটুকু ভাসতে চায়;
কি অদ্ভুত তাই না! ছিঃ- ছিঃ-
কত বার সাবধান করেছি;
তবুও জেনো কে শুনে কার কথা।

সন্ধ্যা রাত না মানুষগুলো
আঁধার দেখা না- ফিস- ফিস-
করে গল্প কয় আয়নার বাহিরে
জিজ্ঞাসা করে তারা কোথায়?
শুধু নিঃঘুম রাত, ভারি হচ্ছে-
ঘুঘু পাখির ডাক; এমন সময়
জোছনা ঘিরে অন্ধকার- তবুও
ওরা দেখে অথচ আমি দেখি না
কিছুতেই ঝড় বৃষ্টিতে মানুষগুলো
ভেজা না,ভিজে যাই,ওরা দেখে না।

১১ ফাল্গুণ ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০
---------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাফেজ আহমেদ ২৫/০২/২০২০
    অসাধারণ লিখেছেন কবি। কবিতায়+++
  • সুন্দর প্রকাশ।
  • বিশ্বামিত্র ২৪/০২/২০২০
    অপূর্ব অনুভব!ভাল লাগল।
  • ফয়জুল মহী ২৪/০২/২০২০
    সাবলীল দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
  • চমৎকার
  • অনন্য
  • অনবদ্য উপস্থাপন।
 
Quantcast