www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গবন্ধুই স্বাধীনতার মহামানব

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন মহামানব। বাঙালির মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাকে খাটো করার চেষ্টা যারাই করেছেন, তারা নিজেরাই শেষ হয়ে গেছেন। বাঙালি অনেক কিছু ভুলে যায়। এদেশে অনেক খলনায়ক বারবার নায়ক হওয়ার চেষ্টা করেছেন। ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর নাম বাঙালি হৃদয় থেকে মুছে ফেলা যায়নি। বঙ্গবন্ধু হলেন হিমালয়ের মতো উঁচু। হিমালয়ের নিচে বসে কোন অন্ধ যদি হিমালয়ের উচ্চতা পরিমাপ করতে না পারে তাহলে সেটা অন্ধের দোষ। বঙ্গবন্ধু জন্ম না হলে আজ বাংলাদেশ জন্ম হত না। মার্চ মাস বাঙালির জন্য সবচেয়ে স্মরণীয় ও ঐতিহাসিক মাস। একাত্তরের ৭ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে মুক্তির ডাক দিয়েছিলেন। ২৬ মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা করেছিলেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতার মুল নায়ক। তরুণ প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখেননি, তাদের কাছে বঙ্গবন্ধুর প্রমাণ্যচিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা দরকার। ছবি কখনোই মিথ্যা কথা বলে না। বঙ্গবন্ধুর ছবি, তার কণ্ঠ নতুন প্রজন্মকে দেখাতে হবে। বঙ্গবন্ধুর প্রমাণ্যচিত্রগুলো শিল্পকলা একাডেমীতে নিয়মিত প্রদর্শনের পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে দেখানোর ব্যবস্থা করতে হবে।এতে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার সুযোগ পাবে নতুন প্রজন্ম।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast