www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জগৎ

জগৎ সবখানেই তৈরী হয়,
মানুষ থাকে, মমতা থাকে।
বুঝতে হয়, ভুল বুঝতে হয়।
যদিও সব ভুলই ভাঙে -
কিছু আগে, কিছু পরে।
জগতের তাতে কিছু
যায় আসে না।
মানুষই কেবল যায় আসে।

যে যেখানে আছে,
যেভাবে আছে -
একটা স্বপ্নের আবহের মধ্যে আছে।
এক হিসেবে সবই এক -
কাছে আসা, দূরে যাওয়া
আর তার মধ্যে যত কিছু আছে
বোঝার এবং ভুল বোঝার।

আরেক হিসেবে কিছুই এক না।

আমার জগতে কিছুই এক না।
তোমার?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast