www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেমনে বাঁচাই তাঁরে

কেমনে বাঁচাই তাঁরে
আব্দুল কাদির মিয়া
-------------------------
ঘর যে আমার কান্দে ফাঁদে পড়ে
সাঁই বিধিরে,
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
যে দিকে চাই দেখি শুধু-
বানের জলে ভাসি,
তাঁর সাথে জ্বর কাঁপায় যেমন-
চেতন হারা কাশি।
কুল কিনারা পাই না খুঁজে,
আমি কুল কিনারা পাই না খুঁজে-
কান্দে ঘর পড়োশি,
সাঁই বিধিরে,
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
ঘর যে আমার কান্দে ফাঁদে পড়ে।
সাঁই বিধিরে,
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
জীবন ভরে কষ্ট করে-
তিল তিলে জমাইয়া
যে ঘর টারে বান্ধি নিজে-
ঘর পোষেরে লইয়া।
হাতের ঠোসা রইলো হাতে,
আজো হাতের ঠোসা রইলো হাতে,
বুঝি ঘর নিলো ভাঙ্গিয়া-
সাঁই বিধিরে।
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast