মধু বৃষ্টি
মধু বৃষ্টি
আব্দুল কাদির মিয়া
================
আকাশের নীলে ভেসে ভেসে
জল সাদা দল বেঁধে-
কালো হেসে হেসে,
ক্ষিপ্ত ক্ষেপণে এসে-
যদি তুমি পড়ো।
হৈ হৈ-
বৃষ্টির ফোঁটা গুলো,
মিষ্টি বড়,
গরমের এই অসহায়।
টাপুর টুপুরে যেন-
মধু মধু লাগে,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়।
বৃষ্টির ফোঁটা গুলো-
মিষ্টি বড়।
জৈষ্ঠ্যের খরাতে পাকা আম,
জাম আর লিচু ভরা,
কাঁঠালের বাগে ছড়া,
গাছ পাকা কাঁঠালের নেশা ঘ্রাণ।
খোলা বুকে গামছাটা-
কাঁধে নিয়ে ঘাম ছুটা,
শুনি খেজুর ডাকে যেন-
আমায় পাড়ো,
দেখি মেঘ ধেয়ে পড়ে-
ঝরো ঝরো।
হৈ হৈ বৃষ্টির ফোঁটা গুলো-
মিষ্টি বড়,
গরমের এই অসহায়,
টাপুর টুপুর যেন-
মধু মধু লাগে,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়।
বৃষ্টির ফোঁটা গুলো-
মিষ্টি বড়।
আব্দুল কাদির মিয়া
================
আকাশের নীলে ভেসে ভেসে
জল সাদা দল বেঁধে-
কালো হেসে হেসে,
ক্ষিপ্ত ক্ষেপণে এসে-
যদি তুমি পড়ো।
হৈ হৈ-
বৃষ্টির ফোঁটা গুলো,
মিষ্টি বড়,
গরমের এই অসহায়।
টাপুর টুপুরে যেন-
মধু মধু লাগে,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়।
বৃষ্টির ফোঁটা গুলো-
মিষ্টি বড়।
জৈষ্ঠ্যের খরাতে পাকা আম,
জাম আর লিচু ভরা,
কাঁঠালের বাগে ছড়া,
গাছ পাকা কাঁঠালের নেশা ঘ্রাণ।
খোলা বুকে গামছাটা-
কাঁধে নিয়ে ঘাম ছুটা,
শুনি খেজুর ডাকে যেন-
আমায় পাড়ো,
দেখি মেঘ ধেয়ে পড়ে-
ঝরো ঝরো।
হৈ হৈ বৃষ্টির ফোঁটা গুলো-
মিষ্টি বড়,
গরমের এই অসহায়,
টাপুর টুপুর যেন-
মধু মধু লাগে,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়,
আয়রে আয় মেঘ-
আরো জোরে আয়।
বৃষ্টির ফোঁটা গুলো-
মিষ্টি বড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৩/০৭/২০২৫Sundor vabna
-
আলমগীর সরকার লিটন ০৩/০৭/২০২৫আষাঢ়ের গরম হাওয়া
বৃষ্টি ভেজা স্নান কবি দা -
অভিজিৎ হালদার ০২/০৭/২০২৫ভালো ।
-
জে এস এম অনিক ০২/০৭/২০২৫অসাধারণ লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৭/২০২৫ভাল
-
রবিউল হাসান ৩০/০৬/২০২৫বৃষ্টি সত্যিই মিষ্টি লাগে এই গরমে।
-
ফয়জুল মহী ২৯/০৬/২০২৫চমৎকার প্রকাশ বেশ ভালো লাগলো