www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্যে স্বাগতম

আজ ১৩ই সেপ্টেম্বর ২০১৩ তারিখ হতে বাংলা ব্লগিংয়ের নতুন প্লাটরফম হিসাবে তারুণ্য তার যাত্রা শুরু করলো। সুন্দর পরিবেশ বজায় রেখে এখানে সুস্থ ব্লগিং চর্চার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।

তারুণ্যের বিশেষ ফিচারসমূহঃ

  1. সরাসরি ফেসবুক বা জিমেইল একাউন্ট দিয়ে লগইন করতে পারা।
  2. বিল্ট-ইন বাংলা কীবোর্ড। আলাদা কোন সফটওয়ার ছাড়াই সরাসরি এখানে বাংলায় টাইপ করা সম্ভব।
  3. নতুন ব্লগ প্রকাশের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্লগের লিংক ফেসবুকের ওয়ালে পোস্ট করার সুবিধা।
  4. প্রোফাইল ছবি সহ প্রত্যেক সদস্যের নিজস্ব প্রোফাইল পেজ।
  5. পছন্দের ব্লগগুলোকে প্রিয় লেখার তালিকায় রাখতে পারা।
  6. পছন্দের লেখকদের প্রিয় লেখকের তালিকায় যোগ করা, এবং শুধুমাত্র প্রিয় লেখকদের সাম্প্রতিক ব্লগের তালিকা দেখতে পারা।
  7. যেকোন ব্লগ বা সদস্য খুঁজে বের করার জন্য সহজ সার্চ অপশন।
  8. ব্লগিংয়ের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য নতুন সদস্যদের প্রথম তিনটি ব্লগ যাঁচাইপূর্বক প্রকাশ।
বিষয়শ্রেণী: বিজ্ঞপ্তি
ব্লগটি ২৬২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • বেশ।
  • সেলিম রেজা সাগর ১৪/০৪/২০২১
    অসাধারণ
  • সেলিম রেজা সাগর ১৩/০৬/২০২০
    সুন্দর
  • Not applicable ০৬/০৬/২০২০
    রেজিস্ট্রশনের পর ৩টি ব্লগ লিখলাম। একটি তো ২দিন হয়ে গেলো। এগুলো এখনো অপ্রকাশিত থাকার কারণটা কী জানতে পারি?
  • সেলিম রেজা সাগর ২৬/০৩/২০১৯
    ভালোবাসা অবিরাম
  • ভাল
  • যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭
    তারুণ্যে রেজিস্ট্রেশন আক্টীভেট করে চারটি লেখা পোস্ট করেছি l পাঁচ দিন হলো l লেখাগুলি অপ্রকাশিত দেখাচ্ছে l এর আগে দুই বার এই স্থানে উল্লেখ করে অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করেছি l কিন্তু কোনো উত্তর বা action দেখি নি l আজ আমি আমার লেখাগুলো মুছে দিলাম l অনুরোধ থাকলো আমার রেজিস্ট্রেশনটা বাতিল করে দিবেন l
  • যাদব চৌধুুরী ০১/০৪/২০১৭
    এটা ব্লগের বিরূদ্ধে অভিযোগ নয় l
    অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি l আপনাদের নিয়মাবলিতে পড়লাম নতুন সদস্যের প্রথম তিনটি লেখার প্রকাশ অ্যাডমিনদের অনুমতি সাপেক্ষ l এর জন্য কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত সময় লাগতে পারে l "তারুণ্যে" আমার রেজিস্ট্রেশন হবার পর ইমেল লিংক ক্লিক করে তা সক্রিয় করলাম l তারপর চারটি লেখা পোস্ট করেছি l তিনদিন হয়ে গেল l এখনও সেগুলি অপ্রকাশিত ব্লগ হিসাবে দেখাচ্ছে l বিষয়টির প্রতি অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি
  • যাদব চৌধুুরী ০১/০৪/২০১৭
    তারুণ্যে নতুুন সদস্য হিসাবে যোগদানের পর চারটি লেখা প্রকাশ করেছি l তিন দিন হল l সেগুলি অপ্রকাশিত দেখাচছে l কারণটা জানতে পারি কি ?
  • প্রিয় অ্যাডমিন মহোদয়
    আমার ব্লগটি কি অপ্রকাশিতই থেকে যাবে,যদি কোন কারন থাকে দয়া করে জানাবেন।
  • আরো আপ-ডেট করা হোক!!!
  • প্রিয় অ্যাডমিন মহোদয়,
    আমি তারুণ্যের একজন সদস্য হিসেবে গর্বিত। আপনাদের এই প্রচেষ্টা সাফল্যলাভ করুক, তারুন্যে আরো গুণীজনে সমৃদ্ধ হোক। ২য় বর্ষ পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ - এর প্রাক্কালে জানাই - প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।

    তারুণ্যের জয় হোক - শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করি।

    নমস্কারান্তে -
    আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী
    সমরেশ
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    লেখা তো সিলেক্ট করে ইটালেক বাটনে চাপার পর দেখায় ইটালেক হলো কিন্তু প্রকাশ হবার পর আর বাঁকা দেখাচ্ছে না...একটু কষ্ট করে দেখবেন প্লিজ ।
  • Înšigniã Āvî ০৩/১০/২০১৩
    ei domainti ki puropuri chalu hoye geche? naa hole aaro kichu feature jemon "seen by a,b,c" jaa sadharonoto facebook a thake ekhane dilo khub subidha hoy, aar jodi icon er sonkhya aaro baarano hoi
    • এডমিন ০৩/১০/২০১৩
      তারুণ্য তো গতমাসের ১৩ তারিখ থেকেই পুরো চালু হয়ে গেছে। তবে সময়ের সাথে সাথে সদস্যদের বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে এতে আরও নতুন নতুন ফিচার যোগ করা হবে।
  • নির্ঝর রাজু ২৩/০৯/২০১৩
    সদস্য হব কিভাবে?
  • সহিদুল হক ১৯/০৯/২০১৩
    ৮-টি নিয়মই গ্রহণযোগ্য।
  • খুব ভাল লাগল এরকম 'ব্লগ'র আত্মপ্রকাশ দেখে। ধন্যবাদ এডমিন।
  • ধন্যবাদ দিলাম অনেক গুলো আর খুব বেশি খুশি লাগলো পরিচিত কিছু কবিদের দেখে
    • এডমিন ১৪/০৯/২০১৩
      আপনাকেও ধন্যবাদ।
  • রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩
    তারুণ্য ব্লগ আর সব ব্লগের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলুক এই শুভকামনা
  • অভিনন্দন এডমিনদের
  • দারুণ খবর
  • রাসেল খান ডিমপল ১৩/০৯/২০১৩
    চরম ব্লগ । থিম টা অনেক সুন্দর হইছে ।
  • রোদের ছায়া ১৩/০৯/২০১৩
    এই উদ্যগকে স্বাগত জানাই। অনেক শুভকামনা রইল তারুন্যের জন্য।
  • সালমান মাহফুজ ১৩/০৯/২০১৩
    বাংলার ব্লগ জগতে তারুণ্যকে স্বাগতম । আগামী দিনে তারুণ্য একটি শক্তিশালী মিডিয়া হিসাবে আত্মপ্রকাশ করুক, -- এটাই প্রত্যাশা ।

    বিষয়-শ্রেণিতে প্রবন্ধ, উপন্যাস ও সমালোচনা বিভাগ ৩ টি যুক্ত করার সুপারিশ রইল । কারণ, গল্প-কবিতার পাশাপাশি এগুলিও সাহিত্যের অন্যতম প্রধান শাখা ।
    • এডমিন ১৩/০৯/২০১৩
      সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। বিষয়শ্রেণীতে প্রবন্ধ যোগ করা হলো। তবে আপাতত গল্প ও উপন্যাস দু'টিই গল্প বিষয়শ্রেণীতে প্রকাশ করতে হবে, এবং সমসাময়িক বিষয়শ্রেণীতে বর্তমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা প্রকাশ করা যাবে।
  • স্বাগত জানাই আপনাদের এই উদ‌্যোগকে।

    শুভেচ্ছা অনন্ত।
  • অনিন্দ্য আকাশ ১৩/০৯/২০১৩
    খুব ভাল একটি উদ্যোগ । এডমিন কে ধন্যবাদ এ রকম ভাল একটি উদ্যোগ নেয়ার জন্য ।
  • ইসমাইল জসীম ১২/০৯/২০১৩
    তারুন্য বাধ ভাঙা এক জোয়ারের নাম। আমরা চাই তারুন্যের উচ্ছাসে নিজেকে ভাসিয়ে দিতে এই অভূতপূর্ব তারুন্য ব্লগে। জয় হোক তারুন্যের।
  • সাইদুর রহমান ১২/০৯/২০১৩
    তারুণ্য ব্লগ
    আরেকটি সুন্দর প্ল্যাটফর্ম
    সাহিত্য প্রেমীদের জন্যে।
    শুভকামনা ও আমার শুভেচ্ছা
    এডমিন সবার প্রতি।
  • রেদওয়ান ১২/০৯/২০১৩
    শুভকামনা রইলো
  • ফটো ব্লগটা কি নিজের উঠানো প্রাকৃতিক দৃশ্য প্রকাশের জন্য ?
    • এডমিন ১২/০৯/২০১৩
      ফটোব্লগ মূলতঃ নিজের উঠানো বিভিন্ন ছবির মাধ্যমে কোন একটি ঘটনা বা বিষয় বর্ণনা করার জন্য। তবে একটি বিষয়বস্তু ফুটিয়ে তোলার জন্য কপিরাইট মেনে যেকোন ছবি দিয়েই ফটোব্লগ করা যাবে, যতোক্ষণ পর্যন্ত না তা তারুণ্যের লেখার নিয়মাবলী ভঙ্গ না করে।
  • Anunoy Samanta ১২/০৯/২০১৩
    খুব ভালো লাগলো...
    Best wishes...
    I'll keep visiting :-)
  • Înšigniã Āvî ১২/০৯/২০১৩
    তারুণ্য ব্লগের জন্য অনেক শুভকামনা.......
    • এডমিন ১২/০৯/২০১৩
      ধন্যবাদ ইনসিগনিয়া। :) তারুণ্যে আপনার নিয়মিত স্বক্রিয়তা আশা করছি।
 
Quantcast