www.tarunyo.com

তারুণ্যে রেজিস্ট্রেশন করা

ফেসবুক কিংবা জিমেইল একাউন্ট দিয়ে তারুণ্যে প্রথমবার লগইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে সদস্যের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায়। তবে কেউ চাইলে সরাসরি তারুণ্যে রেজিস্ট্রেশন করতে পারে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

  1. যেকোন পাতার বামপাশের লগইন মেনু হতে "তারুণ্য লগইন" বাটনে ক্লিক করুন।
  2. লগইন-এর পাতায় লগইন ফরমের নিচে দেখবেন লেখা আছে:

    তারুণ্যে আপনার কোন একাউন্ট না থাকলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন

    এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশনের পাতা দেখাবে।

  3. রেজিস্ট্রেশনে ফরমে লগইন নামটি অবশ্যই ইংরেজী অক্ষরে দিতে হবে।
  4. পাসওয়ার্ড ন্যূনতম ৬ অক্ষরের হতে হবে।
  5. ফরমে সব তথ্য ঠিকমতো দিয়ে নিচের "যোগ দিন" বাটনে ক্লিক করলে আপনার ইমেইলে রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি ইমেইল পাঠানো হবে।
  6. ইমেইলের ইনবক্সে কয়েক মিনিটের মধ্যে তারুণ্যের কোন ইমেইল না পেলে স্প্যাম ফোল্ডারে দেখুন।
  7. ইমেইলে দেয়া লিঙ্কে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে, এবং আপনি তারুণ্যের লগইন পাতা থেকে রেজিস্ট্রেশনের সময় দেয়া লগইন নাম ও পাসওয়ার্ড দিয়ে তারুণ্যে লগইন করতে পারবেন।
 
Quantcast