অনেক সাধের মন্দির

অনেক সাধের মন্দির
সাইয়িদ রফিকুল হক
তোমাকে বানিয়েছিলাম কত সাধের মন্দির,
আমার পূজার উপচার রইলো পড়ে
হঠাৎ তুমি কেন হলে এতো অধীর?
তোমার মুখে দেখেছিলাম কী সুন্দর হাসি!
আমার মন বলেছিলো ভালোবাসি
তাই নিয়েছিলাম শখের ফাঁসি।
অনেক আশায় অনেক ভালোবাসায়
গড়েছিলাম অনেক সাধের মন্দিরখানি,
লোভের বাসনায় শুনলে না তবুও তুমি
আমার শোভিত হৃদয়ের অমূল্য বাণী।
তোমার জন্য পুণ্যবাসনার আশে
ফুলগুলো পড়ে ছিল মন্দিরের পাদদেশে,
সব ফুল মাড়িয়ে তবুও তুমি চলে গেলে বেলাশেষে!
শূন্য পড়ে আছে তাই আমার অনেক সাধের মন্দির,
তবুও ভক্তের বেশে পূজারীর সাজে
আজও পরে আছি চীর!
হৃদয়ে আমার কোনো দুঃখ নাই—আছে কিছু ব্যথা,
ভগ্ন-মন্দিরের পাশে বসে বলে যাই সেইসব কথা।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৬/২০১৭ব্যথার কথা শুনতে হয়ত হঠাৎ একদিন এসে হাজির হবে! সুন্দর কবিতা। শুভেচ্ছা ...
-
আমি-তারেক ০৭/০৬/২০১৭অনেক শুভ হউক প্রয়াশ
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭হৃদয় প্রসারিত প্রকাশ ভঙি। অনেক অনেক শুভ কামনা আপনার প্রতি।