www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতায় কি উষ্ণতা আছে

--স্বপন শর্মা
কবিতায় কি উষ্ণতা আছে?
আমার ছোট মেয়ের
নিউমোনিয়া দু'দিন থেকে|

সম্ভবত শীতের পোশাকের
কিছুটা অভাব ছিল,
সময় মতো পারিনি দিতে|
এখন মা-মেয়ে দুজন
আছে সরকারী হাসপাতালে|

স্ত্রী বলে আমি নাকি
পিতা হিসেবে একেবারে বাজে,
প্রেসকিপশন হাতে পেয়ে
আজ প্রথম বুঝলাম
এই দু ছত্র কবিতা ছাড়া
আমার আর কিবা আছে|

আমি ব্যর্থ এক পিতা হিসেবে
যখন দেখি আমার-
ছেলে মেয়েরা থাকে উপবাসে|

কবিতায় কি পেটের ক্ষুধা মেটে?
_________________________
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিদের জীবন.....................
    আসলে বলার কিছু নেই। দুঃখজনক।
  • একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪
    ক্ষুধা মেটাবার ক্ষমতা কবিতার আছে... হুম তা পেটের নয় মনের। কিন্তু মনে ক্ষুধা তখনি জাগে যখন পেটের ক্ষুধা দূরীভূত হয়।
  • পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪
    ভাল লাগল
  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১২/২০১৪
    কবিদের আর্থিক দৈন্যতার চিত্র এঁকেছেন কবিতায়।
    এমন দৈন্যতা চিরকালই ছিল, এখনো কমবেশী আছেই।
    শুভেচ্ছা কবিকে।
  • নাবিক ১৯/১২/২০১৪
    oh..vrey sad
 
Quantcast