www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছোট কাকা

_________________
ত্রিশটা ডিসেম্বর দেখেছি
তবুও তুমি দাওনি দেখা
প্রতিবার তোমাকে খুজেছি
তোমায় পাইনি ছোট কাকা,
আমিতো একাত্তর দেখিনি
মুক্তিযুদ্ধ হয়নিতো দেখা|

তোমার জন্য আজো হয়নি
বিজয়ে এক কবিতা লেখা
আসবে না, কেনো তা বলোনি!
ভুলে যেতাম স্বপন দেখা
ত্রিশটা বিজয় দেখেছি
তবুও আমি ভিষন একা|

শহীদ বেদীতে খুজেছি
খুজে পাইনি ফুলের মাঝে
হৃদয়ে শুন্যতা পেয়েছি
সকাল দুপুর আর সাঁঝে,
ছোট কাকা ডিসেম্বর এলে
অন্তরে করুন সুর বাজে|

বিজয় শ্লোগান লোকে বলে
হৃদয়ে ব্যাথা তোমা বিহনে
তুমি কেন যে ফিরে না এলে!!

ছোট কাকা আমার জীবনে
তুমি আর আসবে কেমনে|
____________________
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ১৩/১২/২০১৪
    বেশ সুন্দর তো
  • ১৩/১২/২০১৪
    মুক্তিযুদ্ধে অনেকের আপনজনই এভাবে হায়িয়ে গেছে । আর ফিরে পাবার আশায় এভাবেই পথ চেয়ে থেকেছে স্বজনরা ।
    হৃদয় ছুঁইয়ে গেল আপনার কবিতা ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪
    স্বাধীনতার বলি 'ছোট কাকা'র জন্য অসীম ভালভাসায় সুন্দর কবিতা লিখেছেন কবি। আমারো যেন চোখ দু'টি জ্বালা করে উঠল।

    'ছোট কাকা'রা অনন্ত শান্তির দেশে অপার শান্তিতে থাকুন।

    শুভেচ্ছা ও সহমর্মীতা রইল।
  • যেখানেই থুকুক আপনার ছোট কাকা ভালো থাকুক।
  • একনিষ্ঠ অনুগত ১৩/১২/২০১৪
    প্রিয় মানুষটির অবর্তমানে অনেক প্রিয়ও অপ্রিয় হয়ে উঠতে পারে। প্রিয় কাকা কে ছাড়া ত্রিশটি বিজয় কিংবা একটিও বিজয়ের কবিতা না লেখার মাঝে যে প্রিয়ের প্রতি টান প্রকাশ পেয়েছে তা সত্যিই পাঠক চিত্ত কেড়ে নেয়।

    অনেক ভালো লাগলো কবি।
    • স্বপন শর্মা ১৩/১২/২০১৪
      আপনার সুপঠিত মন্তব্যে অনেকটা আবেগ তাড়িত ও মুগ্ধ হলাম, ভালো থাকবেন প্রিয় সুহৃদ,
  • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
    ছোট কাকা কে নিয়ে awesome লিখা
 
Quantcast