www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহালয়া স্ট্যাটাস

মহালয়া স্ট্যাটাস
~~~~~~~~~~~~~~~~স্বপন শর্মা
পরনে পোষাক বাহারী রংয়ে
চলন ফিরন আজ ভিন্ন ঢংয়ে,
তোমাদেরী উৎসব তোমাদেরী পূজো
তোমরা আরও পেয়ে আরও সুখ খুজো|

সপ্তমীর প্রার্থনা শেষে
দেখেছ কি পিছন ফিরে?
পাশের গলিতে কাঁদে শিশুটি অনাহারে|

সুখের জন্য বর চেয়ে মায়ের কাছে কাদো
অনাহারী শিশুর জন্য কেন ফিরে না দেখো
মায়ের পূজোয় রাখ লক্ষ টাকা বাজেট
বস্ত্রহীন শিশুর জন্য নেই একটিও সেট
সপ্তমী পূজোয় মাকে দিলি সশীষ ডাব
ওদের জন্য নেই তোদের একটুও সৎভাব
বোধনে দিয়েছ ১০৮টি পদ্ম ফুল
স্বার্থে অন্ধ রইলি ভাঙ্গল না তোদের ভুল|

ওদের দূর্গা সেজেগুজে আসে না
ওদের কেউ তাই ভালোবাসে না,
একটু প্রসাদের জন্য ফুরিয়ে লগ্ন
আরেক সময়ের অপেক্ষায় থাকে মগ্ন|

হে পুর্নাথী তাদের কথা কি ভেবেছ?

তোরা ব্যস্ত ঢাকের ঢ্যামকুর তালে
ওদের অনাহারী পেট ক্ষুদায় জ্বলে,
সন্ধ্যা আরতী আর ভিন্ন তালের নৃত্য
এসব দেখে ওরা হয় পরিশুদ্ধ......
(আগামী দুদিন চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ লিখেছেন।
  • আবু সাহেদ সরকার ০২/১০/২০১৪
    আসরে স্বাগতম কবি। কবিতা বেশ ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ।
  • সেলুট আপনাকে আপনার অসাধারন লেখার জন্য॥ আসলেই আমরা কি করছি, কার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছি, যেখানে আমাদের প্রতিবেশী অনাহারী। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদুর।
    • স্বপন শর্মা ০২/১০/২০১৪
      স্যালুট সুহৃদকে....আন্তরিক ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা ভালো থাকবেন নিরন্তর এই কামনা|
  • বেনামী পত্তনদার ০২/১০/২০১৪
    প্রতিবাদের ভাষা, নতুনত্তের আশা
 
Quantcast