ঘূর্ণিঝড়
তোমারই অপেক্ষায়-
যা সদা অন্তরে বহমান,
তাকে একবার বাইরে থেকে দেখতে চাই।
প্রতিদিন ঝড়ের কবলে পড়ি আমরা-
সময়ের ঝড়-
যা জীবন ও যাপনকে করে তোলপাড়।
দেখি সময়ের ঝড়ের সাথে
প্রকৃতির ঝড়ের কি তফাৎ?
তফাৎ নেই বটে
কারণ প্রকৃতি সময়েরই অঙ্গ।
তবে তফাৎ একটাই-
ভিতরটাকে বাইরে থেকে দেখা------
যা সদা অন্তরে বহমান,
তাকে একবার বাইরে থেকে দেখতে চাই।
প্রতিদিন ঝড়ের কবলে পড়ি আমরা-
সময়ের ঝড়-
যা জীবন ও যাপনকে করে তোলপাড়।
দেখি সময়ের ঝড়ের সাথে
প্রকৃতির ঝড়ের কি তফাৎ?
তফাৎ নেই বটে
কারণ প্রকৃতি সময়েরই অঙ্গ।
তবে তফাৎ একটাই-
ভিতরটাকে বাইরে থেকে দেখা------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ৩০/১০/২০২৪Sundor vabnar prokash
-
শ.ম. শহীদ ২৫/১০/২০২৪অসামান্য!
-
সুকান্ত ঘোষ ২২/১০/২০২৪ভালো
-
ফয়জুল মহী ২২/১০/২০২৪Excellent