অ্যালোভেরা ও অন্যান্য
১) অ্যালোভেরা
গোপাল। আমাদের বাড়িতে একটা আলু বড়া গাছ আছে।
নেপাল। ওটা আলু বড়া নয়, অ্যালোভেরা।
২) শশা
দাদা, দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, ইতি শশা!
৩) শনপাপড়ি
হকার ট্রেনে উঠে বলতে লাগলো:
শোন পাগলী, শোন পাগলী!
৪) হজমি গুলি
দাদা, দেখতে কালো খেতে ভালো, ইতি হজমি গুলি!
৫) বি সমাস
বিভোর মানে বিয়ের পরের দিন ভোর। কাকভোর কর্মধারয়।
বিভূতি মানে বিয়ের পর ভূলুন্ঠিত পতি। পতিতা সমাস।
বিদেশ মানে বিয়ে করে ছাড়লে দেশ। ভিসা সমাস।
বিদীপ্তা মানে বিয়ের দিন লাপাত্তা। সন্ধান চাই সমাস।
বিপদ মানে বিয়ে করেছে আপদ। অযোগ্য সমাস।
বিপ্লব মানে বিয়ের পরে লড়তে রব। তুমুল তৎপুরুষ।
বিধি মানে বিয়ে করে হারিয়েছে বুদ্ধি। দুই বোকা সমাস।
বিতৃষ্ণা মানে বিয়ের পর মিটলো প্রেমের তৃষ্ণা। তৃষ্ণা তর্কালঙ্কার।
বিপত্তি মানে বিয়ে করতে যত আপত্তি। কাপুরুষ কর্মধারয়।
বিশৃঙ্খল মানে বিয়ের পর শ্রী ভাঙে খলখল। তলে তলিয়ে তৎপুরুষ।
বিল মানে বিয়ে করে ইল। অসুখ সমাস।
বিভুঁই মানে বিয়ের ভূষণে উই। পোকা সমাস।
গোপাল। আমাদের বাড়িতে একটা আলু বড়া গাছ আছে।
নেপাল। ওটা আলু বড়া নয়, অ্যালোভেরা।
২) শশা
দাদা, দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, ইতি শশা!
৩) শনপাপড়ি
হকার ট্রেনে উঠে বলতে লাগলো:
শোন পাগলী, শোন পাগলী!
৪) হজমি গুলি
দাদা, দেখতে কালো খেতে ভালো, ইতি হজমি গুলি!
৫) বি সমাস
বিভোর মানে বিয়ের পরের দিন ভোর। কাকভোর কর্মধারয়।
বিভূতি মানে বিয়ের পর ভূলুন্ঠিত পতি। পতিতা সমাস।
বিদেশ মানে বিয়ে করে ছাড়লে দেশ। ভিসা সমাস।
বিদীপ্তা মানে বিয়ের দিন লাপাত্তা। সন্ধান চাই সমাস।
বিপদ মানে বিয়ে করেছে আপদ। অযোগ্য সমাস।
বিপ্লব মানে বিয়ের পরে লড়তে রব। তুমুল তৎপুরুষ।
বিধি মানে বিয়ে করে হারিয়েছে বুদ্ধি। দুই বোকা সমাস।
বিতৃষ্ণা মানে বিয়ের পর মিটলো প্রেমের তৃষ্ণা। তৃষ্ণা তর্কালঙ্কার।
বিপত্তি মানে বিয়ে করতে যত আপত্তি। কাপুরুষ কর্মধারয়।
বিশৃঙ্খল মানে বিয়ের পর শ্রী ভাঙে খলখল। তলে তলিয়ে তৎপুরুষ।
বিল মানে বিয়ে করে ইল। অসুখ সমাস।
বিভুঁই মানে বিয়ের ভূষণে উই। পোকা সমাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১৮/০৯/২০২৪চমৎকার
-
আলমগীর সরকার লিটন ১৭/০৯/২০২৪সুন্দর হাসতে হাসতে পেটখালি
টয়লেট কোথায় খুঁজি----------
ভাল থাকবেন কবি দা