www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিনেমার ডায়লগ ও অন্যান্য

১) সিনেমার ডায়লগ

স্যার। সিনেমার ডায়লগ দিয়ে কি জীবন চলে! সময় লেখে জীবনের ডায়লগ, তাই সিনেমা দেখে অযথা সময় নষ্ট করে কি লাভ বলো।
ছাত্র। সেই দিবার-এর ডায়লগ-এর মতো, মেরে পাস্ মা হে। মা আছে যখন, তখন আর নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি, গাড়ি ইত্যাদি করে কি লাভ!

২) এগ্রিগেট

ছাত্র। স্যার, মাঝে মাঝে মনে হয় জীবন থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে।
স্যার। মহাপুরুষের বই পড়ো।
ছাত্র। তাহলে জীবনে প্রেম আসবে না, বিয়ে হতে দেরি হয়ে যাবে। ধ্যান করলে হবে না স্যার ?
স্যার। এই সামান্য জিনিসের জন্য ধ্যান করবে? একজন শিক্ষক লাগবে ধ্যান শেখাতে। নিজে নিজে করতে যেও না।
ছাত্র। কেন ইউ টিউব দেখে করা যাবে না। এরপর বলবেন এগ্রিগেটেও মাস্টার রাখতে।

৩) হাত পা

অতীন। আমার বাবার হাত অনেক বড়, যা কিছু ছুঁতে পারে।
বিমল। তোর বাবা বুঝি বুমার-এর এড দেয়।
যতীন। আমার বাবার পা অনেক বড়, এক লাফে নদী পার হয়ে যেতে পারে।
বিমল। তোর বাবা বুঝি রণপা পরে ডাকাতি করে।
অতীন। বিমল, তোর বাবার হাত কেমন?
বিমল। আমার বাবার হাত ছোট, তবে জগন্নাথ দেবের মতো কাটা নয়।
যতীন। তোর বাবার পা কেমন বল।
বিমল। আমার বাবার নিজের পা আছে, তবে কাঠের আলাদা কোনো পা নেই।

৪) মুলো

খদ্দের। বেগুন গুলোর মুলো কত?
দোকানদার। ওটা মুলো নয়, মূল্য।

৫) ডাবল লেডিস

স্ত্রী। কথাটা মেয়েমানুষ, মেয়েছেলে আবার কি?
স্বামী। আজ থেকে তোমাকে লেডিস ভদ্রমহিলা বলে ডাকবো।

৬) মহা হ্যাংলা

হ্যাংলা মানে কি?
যে সব বিষয় জিভ বার করে।
তাহলে মহা হ্যাংলা মানে কি?
যে সব বিষয় জিভ কাটে।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast