বোবা ও কালা
সংসারে সব জায়গায়
সব কথা বলতে নেই,
বললে নিজেরই বিপদ।
পেট পাতলা লোকেদের নিয়ে
সংসারে তাই প্রচুর সমস্যা।
সংসারে সকলের সব কথা ধরতে নেই,
যত কথা ধরবে, ততই বিপদ।
কান পাতলা লোকেদের নিয়ে
সংসারে তাই প্রচুর সমস্যা।
যার পেট থেকেও নেই,
সংসারে তারই কেবল খেয়ে সুখ।
যার কান থেকেও নেই,
সংসারে তারই কেবল কান খাড়া।
বাবা বলেন,
'বোবা হও, কালা হও,
তাহলেই কোনো সমস্যা থাকবে না'।
'বলি, বোবা কালা হলে কি করে পথ চলবো?
বোবা হলে পথের দিশা জিজ্ঞেস করা দায়
আর কালা হলে গাড়ির হর্ন শোনা দায়'।
সব কথা বলতে নেই,
বললে নিজেরই বিপদ।
পেট পাতলা লোকেদের নিয়ে
সংসারে তাই প্রচুর সমস্যা।
সংসারে সকলের সব কথা ধরতে নেই,
যত কথা ধরবে, ততই বিপদ।
কান পাতলা লোকেদের নিয়ে
সংসারে তাই প্রচুর সমস্যা।
যার পেট থেকেও নেই,
সংসারে তারই কেবল খেয়ে সুখ।
যার কান থেকেও নেই,
সংসারে তারই কেবল কান খাড়া।
বাবা বলেন,
'বোবা হও, কালা হও,
তাহলেই কোনো সমস্যা থাকবে না'।
'বলি, বোবা কালা হলে কি করে পথ চলবো?
বোবা হলে পথের দিশা জিজ্ঞেস করা দায়
আর কালা হলে গাড়ির হর্ন শোনা দায়'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগী সরকার লিটন ০৫/১১/২০২৩বেশ বোধময়
-
ফয়জুল মহী ০৩/১১/২০২৩বাহ্ চমৎকার সৃজন