সংসার সস্তার নয়
বিকাশের বৌ বিমলা বেঁচে থাকতে
সে আরেকটা বিয়ে করলো।
প্রথম পক্ষের সন্তান বিমল
ও দ্বিতীয় পক্ষের সন্তান বিদীপ্তা।
দ্বিতীয় পক্ষের স্ত্রী বিনীতা।
বিকাশ বেঁচে থাকতেই বিনীতা চলে গেল বিভাসের সাথে-
এমনটা হওয়ারই কথা।
ওদের দুটো সন্তান- বিনয় ও বিলাপ।
ওরা সবাই একটাই ঘরে থাকে,
একটাই গামলায় দুধ ভাত খায়।
আমাদের পোষা বিড়াল সবাই।
আমি দেখি আর ভাবি মানুষের কথা!
সে আরেকটা বিয়ে করলো।
প্রথম পক্ষের সন্তান বিমল
ও দ্বিতীয় পক্ষের সন্তান বিদীপ্তা।
দ্বিতীয় পক্ষের স্ত্রী বিনীতা।
বিকাশ বেঁচে থাকতেই বিনীতা চলে গেল বিভাসের সাথে-
এমনটা হওয়ারই কথা।
ওদের দুটো সন্তান- বিনয় ও বিলাপ।
ওরা সবাই একটাই ঘরে থাকে,
একটাই গামলায় দুধ ভাত খায়।
আমাদের পোষা বিড়াল সবাই।
আমি দেখি আর ভাবি মানুষের কথা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৬/০৯/২০২৩Vinno rokom prokash
-
ফয়জুল মহী ১২/০৯/২০২৩ভাবনার চমৎকার প্রকাশ।
-
Md. Rayhan Kazi ১২/০৯/২০২৩অসাধারণ লেখনী
-
আব্দুর রহমান আনসারী ১২/০৯/২০২৩বাঃ অনুপম