www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাঁদে ওঠা ও অন্যান্য

১) চাঁদে ওঠা

রত্না। আমার ছেলে দোতলা প্লেনে করে জার্মানি গেলো।
মুক্তা। আমার ছেলে নিজস্ব হেলিকপ্টারে চেপে আমেরিকা গেছে।
নিতা। আমার ছেলে প্যারাসুট-এ চড়ে জাপান যাবে।
মিতা। আমার ছেলে এক লাফে চাঁদে উঠেছিল কাল রাতে।


২) স্ক্রু

ছেলে। বারবার টেবিলের স্ক্রু-টা খুলে যাচ্ছে।
বাবা। নিজের মাথার স্ক্রু-টা আগে লাগা।

৩) ইস্ট (ছত্রাক)

বাবাই। তুমি ওয়েস্ট-এ (পশ্চিম দেশে) যাচ্ছো ইস্ট (ছত্রাক) নিয়ে গবেষণা করতে?
বাবান। ইস্ট-এ (পূর্ব দেশে) থেকে সময় ওয়েস্ট (অপচয়) করে কোনো লাভ নেই।

৪) হাফ প্যান্ট

ভদ্রমহিলা 'হাসব্যান্ড' বলতেই পারেন না।
গ্রামে মানুষ। ইংরেজি জানেন না।
হাসব্যান্ড-কে 'হাফ প্যান্ট' বলেন।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast