www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চরিত্র

চরিত্র জলের মতো-
যেখানে যেমন, সেখানে তেমন।

সমুদ্রের জল নোনা
নদীর জলে স্রোত
পুকুরের জল স্তব্ধ
বৃষ্টির জলে গা চুলকায়
নর্দমার জল নোংরা।

চরিত্র জলের মতো-
যে পাত্রে যেমন রং।

সনালী পাত্রে সূর্যের রং
রূপার পাত্রে চাঁদের রং
তামার পাত্রে মাটির রং।

চরিত্র জলের মতো-
যে পাত্রে যেমন আকার।

চৌকো পাত্রে বর্গ
লম্বা পাত্রে উলোম্ব
গোল পাত্রে গোলক।

চরিত্র জলের মতো-
যতক্ষণ ধরা আছে, চরিত্রবান
গড়িয়ে গেলেই, চরিত্রহীন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast