www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভগবান শুনছেন কী আপনি

ভগবান বড় লোক জানি
কিন্তু কখনওই বড় মানুষ নন !
বড় লোক যেমন এক গাল হাসি হেসে গরীবকে দান করেন
আবার রাগ হলে গরীবের পেটে লাথি মেরে ভাত কেড়ে নেন-
ভগবান ঠিক তাই।
উনি যদি বড় মানুষ হতেন, তাহলে গরীবের দুঃখ আর থাকতো না।
অসৎ পথে জামার কলার তুলে বাঁচা বার হয়ে যেত।
কিন্তু তা হয় কই !

কর্তার ইচ্ছায় কর্ম। এটি প্রবাদ বাক্য। টুকি নি দাদা !
মানে উনি কাজ করাবেন
আর কর্মফলটা আমরা ভোগ করবো।
কর্মটা আমাদের ইচ্ছেতে না হলেও
ফলটা ওনার ইচ্ছেতেই হয়।
এটা একটা আস্ত ঢপ !

গরীবের ঘরে গরীব জন্মায়,
বড় লোকের ঘরে বড় লোক।
মধ্যবিত্তের কোনও ঘর নেই !
গরীব আরো গরীব হয়, আর বড় লোক আরো বড় লোক হয় ।
মধ্যবিত্ত খাবি খায় কাদা জলে।
বড় লোক গরীবকে লাথি মারে সামনে থেকে
আর মধ্যবিত্তকে লাথি মারে পিছন থেকে।
গরীব দাঁড়াতেই পারে না, লাথি মারবে কী করে !
মধ্যবিত্ত গরীবকে দান করে ও বড় লোককে এড়িয়ে চলে।

ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেই সত্য যুগ থেকে।
এখন কলি যুগ।
ওনার পা ব্যথা করে না, মুখ দিয়ে টু শব্দটাও বেরোয় না !
কারণ উনিতো বড় লোকের দলে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast